Kolkata Police SI: বহু প্রতীক্ষার পর এলো কলকাতা পুলিশ এস আয় (SI) নিয়োগ ২০২৩ নোটিফিকেশন

Kolkata Police SI: হ্যালো বন্ধুরা, আপনারা যারা পুলিশের চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বিরাট সুখবর, কারণ WBPRB কলকাতা পুলিশ এস আই (SI) রিক্রুটমেন্ট খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কলকাতায় সাব-ইন্সপেক্টর (SI) পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থীদের আহ্বান জানিয়েছে। এই কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে এই আবেদন শেষ হবে এবং এই ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই আবেদনে এবং অন্নান্য বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করব এই পোস্টে।

কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর রিক্রুটমেন্টের নোটিশটি বর্তমানে বেরিয়ে গেছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে অনলাইন আবেদন শুরু হবে ২৯ আগস্ট ২০২৩ থেকে। এই নোটিফিকেশনটিতে আরো বিভিন্ন বিষয়ে উল্লেখ রয়েছে, যেমন এই সাব-ইন্সপেক্টর পোস্টার আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে, কবে আবেদনের শেষ সময় এবং আবেদন করার পর পরীক্ষার এডমিট কার্ড কবে বেরোবে, এই পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, এতে পরীক্ষা দিতে গেলে কি কি সিলেবাস পড়াশোনা করতে হবে এবং এই চাকরিতে স্যালারি কত সমস্ত কিছু রয়েছে। বিস্তারিত জানতে আমাদের এই পৃষ্ঠাটি ভালোভাবে পড়ুন শেষ পর্যন্ত।

কলকাতা পুলিশ SI নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কলকাতায় সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যে নোটিফিকেশনটি বের করানো হয়েছে, সেখানে লেখা আছে যে এই পদে আবেদন করার জন্য ২৯ আগস্ট ২০২৩ থেকে আবেদন শুরু হবে। সাব-ইন্সপেক্টর (SI) আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীকে WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই পোস্টে আবেদন করার পর লিখিত পরীক্ষা হওয়ার আগে এডমিট কার্ডটিও আপনাকে এই ওয়েবসাইটে (WBPRB) এসে ডাউনলোড করতে হবে। তারপর সেখানে শারীরিক পরিমাপ পরীক্ষা(PMT), শারীরিক দক্ষতা পরীক্ষা(PET), ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। আপনাকে আরো একটি কথা মনে করিয়ে দিয়েছে ১৮ই সেপ্টেম্বর ২০২৩ হল এই পোস্টে আবেদন করার শেষ তারিখ। কলকাতা সাব ইন্সপেক্টর পোস্ট এ মোট ১৬৯ টি পোস্ট খালি রয়েছে এবং সেই অনুযায়ী রিক্রুটমেন্ট হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তা সমতুল্য থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে পারতে হবে।
  • আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বিস্তারিত আলোচনা করা রয়েছে।

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • ফাইনাল রিটিন এক্সাম
  • পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর (SI) এর বেতন

কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর-এর বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা এবং প্রতি মাসে ৩,৯০০ টাকা গ্রেড পে। আরো বিস্তারিত জানার জন্য, অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।

Leave a Comment