LPG Gas Cylinder Price: হু হু করে কমে গেল রান্নার এল.পি.জি গ্যাসের দাম

LPG Gas Cylinder Price: কলকাতাতে রান্নার জন্য এলপিজি গ্যাসের দাম মূলত আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে। যখন আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেশি হয়, তখন কলকাতাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়তে থাকে। এছাড়াও কলকাতাতে এলপিজির দাম ভারতীয় তেলের সংস্থাগুলি তারা নির্ধারিত হয়। এবং এর দাম নিয়মিতভাবে পরিবর্তিত হতে থাকে। বিশ্বব্যাপী মুদ্রার বিনিময় হারের উপর গ্যাসের দামগুলি নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে কলকাতায় এলপিজির দাম বেড়েছে।

কলকাতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট, ২০২৩) রান্নার গ্যাসের দাম ১,১২৯ টাকা (₹/১৪.২ কেজি)। বর্তমানে দরিদ্র পরিবারের জন্য সরকার প্রতিটি পরিবারকে ভর্তুকি দিয়েছে। রান্নার গ্যাস এখন কলকাতার অধিকাংশ জনসংখ্যার কাছে সহজলভ্য হয়ে উঠেছে। যদিও কিছু কিছু পরিবারের জন্য কলকাতাতে আজও ভর্তুকি বিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১,১২৯ টাকা। ভারত সরকার প্রতি মাসে এই দাম পরিবর্তন করতে থাকে। বর্তমানে এল.পি.জি একটি খুব পরিষ্কার জ্বালানী হিসাবে পরিচিত এবং যার ফলে কত কয়েক বছর ধরে দেশ-বিদেশেও এই গ্যাসের বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

স্থান (শহর)রান্নার গ্যাস (₹/১৪.২ কেজি)
দিল্লি১১০২.৫০
মুম্বাই১১০২.৫০
চেন্নাই১১০৫.৫০
বেঙ্গালুরু১১১৮.৫০

বর্তমানে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে এই এল.পি.জি সিলিন্ডারের দাম ১,১২৯ টাকা। যে সব দরিদ্র পরিবার এই ১,১২৯ টাকা দিয়ে এলপিজি সিলিন্ডার টি কিনে থাকেন তাদেরকে সরকার ভর্তুকি দিয়ে থাকে। এই দেশীয় এলপিজি কেনার পর সরকার সরাসরি এই ভর্তুকির টাকা দরিদ্র পরিবারের গ্রাহকদের ব্যাংক একাউন্টে জমা করে দেয়। ভারতে এলপিজি সিলিন্ডার দুটি আকারে পাওয়া যায়, কটি ঘরোয়া এবং অন্যটি বাণিজ্যিক উদ্দেশ্যে। ঘরোয়া এল.পি.জি এর জন্য দরিদ্র পরিবারকে সরকার ভর্তুকি দেয় কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে কোন রকম ভর্তুকি দেয় না সরকার।

কলকাতার বাসিন্দার সহ পুরো পশ্চিমবঙ্গের গৃহস্থালি পরিবরগুলো বাড়িতে ব্যবহারের জন্য প্রতি বছর ১২ টি গার্হস্থ্য এল.পি.জি সিলিন্ডার কিনতে পারবেন। এই প্রতিটি এল.পি.জি সিলিন্ডারে ১৪.২ কেজি করে রান্নার গ্যাস থাকে। আর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটি সিলিন্ডারে ১৯ কেজি করে এলপিজির দাম হয় ১৮০২ টাকা ৫০ পয়সা এবং ৪৭.৫ কেজি করে ৪৫০২ টাকা ৫০ পয়সা হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক কলকাতাতে গত এক সপ্তাহে (১৭ আগস্ট, ২০২৩ থেকে ২৩ আগস্ট, ২০২৩) রান্নার গ্যাসের দাম কত ছিল:

তারিখরান্নার গ্যাস (₹/১৪.২ কেজি)
২৩ আগস্ট১১২৯
২২ আগস্ট১১২৯
২১ আগস্ট১১২৯
২০ আগস্ট১১২৯
১৯ আগস্ট১১২৯
১৮ আগস্ট১১২৯
১৭ আগস্ট১১২৯
আমরা আশা করছি যে এই পোস্টটি পড়ে আপনি আজকে কলকাতাতে রান্নার গ্যাসের দাম কত আপনি বুঝতে পারলেন। যদি এই পেজটি ভালো লাগে তাহলে নিচে দেওয়া ক্লিক বোতামটি ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment