জলপাইগুড়ি জেলার মহিলাদের সুবর্ণ সুযোগ আবেদন করুন আশা কর্মী পদে, ডাউনলোড করুন আবেদন ফর্ম

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার মহিলাদর জন্য চাকরির সুখবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উপ স্বাস্থ্যকেন্দ্র অনুযায়ী আশা কর্মী নিয়োগ ২০২২ এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার বি ডি ও অফিসের তরফ থেকে আশা কর্মীর পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত মহিলা চাকরি পার্থী মাধ্যমিক পরীক্ষায় পাশ করে সরকারী চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য এই বিশেষ সুখবর।

আশা কর্মী নিয়োগ 2022 জলপাইগুড়ি
আশা কর্মী নিয়োগ 2022 জলপাইগুড়ি

আমরা আই পেজে আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচন করব। যে সমস্ত চাকরি পার্থী এখানে আবেদন করতে চাই তার কীভাবে এবং কোথা থেকে পিডিএফ নোটিফিকেশন ডাউনলোড করবেন? আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি কত শূন্য পদ নিয়োগ করা হবে? আশা কর্মী আবেদন কীভাবে করবেন? বয়স কতহতে হবে? শিক্ষকতা যজ্ঞতা কত থাকতে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ কি সে বিষয়য়ে আপনাকে জানতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি সাম্প্রতিক জারি করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০২২ এবং এই বিজ্ঞপ্তিতে বড়ো ধররণের নিয়োগের বাপরে ইচ্ছুক পার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সদর, বানারহাট, রাজগঞ্জ, ময়নাগুড়ি ও ধূপগুড়ি ব্লকে মাধ্যমিক পাশের মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য কোন শুল্ক প্রদান করতে হবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি – গুরুত্বপূর্ণ অংশ

নিয়োগ সংস্থাআশা কর্মী নির্বাচন কমিটি
মোট শূন্যপদ৬১
পদের নামআশা কর্মী
পোস্ট বিভাগচাকুরী
চাকুরি স্থানজলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ
অ্যাপ্লিকেশন মোডঅফলাইন
নির্বাচন প্রক্রিয়াইন্টারভিউ
অফিশিয়াল ওয়েবসাইট
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি গুরুত্বপূর্ন তারিখগুলো

বিষয়তারিখগুলি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১ সেপ্টেম্বর ২০২২
আবেদন শুরুর তারিখ৫ সেপ্টেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখ২৩ সেপ্টেম্বর ২০২২
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি শূন্যপদের বিবরণ

আশা কর্মী নিয়োগ জলপাইগুড়ি জেলার সদর ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।

পঞ্চায়েতের নামসাব সেন্টার এর নামগ্রামের নামশূন্যপদ
পাহাড়পুর বালা পাড়া (জমিদার পাড়া)বাজার পাড়া, তপামারী, বালা পাড়া
নগর বেরুবাড়ি লালবাজার পাড়া লালবাজার পাড়া
বেলাকোবাবেলাকোবা বিপিএইচসি খালোল পাড়া, তেলি পাড়া, তাতি পাড়া, হাসপাতাল পাড়া
মন্ডলঘাটবড়ুয়াপাড়াঅরিতকি, তরল পাড়া, বিশ্বাস পাড়া
বোয়ালমারী নন্দনপুরঅভিযান সংঘ টেলিপাড়া, বাণী পাড়া, মধ্য ডাঙ্গাপাড়া
খারিজা বেরুবাড়ি-১ খারিজা বেরুবাড়ি পিএইচসি ডাঙ্গাপাড়া, বাণী পাড়া, ভাতা খানা পার্ট, মনোহর পাড়া
বাহাদুর বাহাদুর পিএইচসি সাহেব বাড়ি
বারোপতিয়া ভাণ্ডীগুড়ি পেডি পাড়া, ফাটা পাড়া, বানিয়া পাড়া
বারোপতিয়া ভাণ্ডীগুড়িগুদামলাইন, বাবুলাইন, হাতখোলা, সুপাইলাইন, বুদহুলাইন, কারালালাইন, চিলিডাঙ্গা, পুললাইন
পাটকাটা নাতুনবস্তি জিতেয়ালাইন, পাকলাইন পার্ট, ফরেস্ট লাইন, গুদামলাইন পার্ট
খারিয়া করানিপাড়া ওল্ড পান্ডা পাড়া
মোট১১
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।

পঞ্চায়েতের নামসাব সেন্টার এর নামগ্রামের নামশূন্যপদ
সকোয়াঝোড়া-১মহীরের বাঁধ দক্ষিণ সকোয়াঝোড়া
সকোয়াঝোড়া-১মহীরের বাঁধউত্তর ডাঙ্গা পাড়া (মতিজাইবাঁধ, কাশিয়াঝোড়া)
বানারহাট-১ তোতাপাড়া তোতাপাড়া (দুদোমারী)
চামরুচিকাটালগুনি টি. ইডিভিশনলাইন, মারিয়ালাইন
চামরুচিচনাভিত্তি টি. ইচনাভিত্তি টি. জি (আপার লাইন, মিডিল লাইন, লোয়ার লাইন)
শালবাড়ি-২ দক্ষিণ নুনখাওয়া ডাঙ্গালক্ষীকান্ত টি. জি
বানারহাট-২ পলাশবাড়ী টি. জিরাহিয়া বাড়ি (নিউ লাইন)
মোট
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।

পঞ্চায়েতের নামসাব সেন্টার এর নামগ্রামের নামশূন্যপদ
দেবগ্রাম-১ দেবগ্রাম-১ জি পি এস সিলালটং, চুমু ডাংগি
দেবগ্রাম-১ ডেমডেমাদীপনগর
দেবগ্রাম-২ হাতিডাঙ্গা পেনগাণিপাড়া
ফুলবাড়ী-১ কামরাঙ্গাগুড়ি শ্রীরাম পল্লী
মনটাদাড়ি টকিমারী মিলনপল্লী ১
মনটাদাড়িটকিমারীদুধিয়া
মনটাদাড়িকাঁঠালগুড়ি গুদাম লাইন
মনটাদাড়িকাঁঠালগুড়ি কোয়ার্টার লাইন
শিকারপুর ধূপগুড়ি টপ লাইন, অফিস লাইন, মাঠ লাইন, ধূপগুড়ি
শিকারপুর শিকারপুর টি. জিপাগলী লাইন, জকটূ লাইন, জঙ্গল লাইন
শিকারপুর ডিকাপাড়া সরকারপাড়া, হাসুয়াপাড়া, বালারবাড়ি
কুকুরজান কুকুরজান পি এইচ সি সারিউম নর্থ
কুকুরজান কুকুরজান পি এইচ সিভক্তি পাড়া
কুকুরজান সহদেববিটা বলমাতগয়াল পাড়া
কুকুরজান চলহাটি ভিম ভিটা
কুকুরজান চলহাটিচলহাটি
কুকুরজানভাঙ্গামালি মন্তপাড়া, শিলে পাড়া, দশ টাকিয়া, কান্তিপাড়া
সন্ন্যাসিকতা সন্ন্যাসিকতা জি পি এস সিদলীলজতি, সাউথ অকলউগাছ, ঘোষপাড়া
সন্ন্যাসিকতা বলবাড়ি চতুরাগাচ, বুদহুগাছ, বারুয়াগাছ
সন্ন্যাসিকতা কালীতলা কায়েতগাছ, মণ্ডলপাড়া
মোট ২০
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।

পঞ্চায়েতের নামসাব সেন্টার এর নামগ্রামের নামশূন্যপদ
সপতিবাড়ি-১ যাবরমালি গুতিচারিবাড়ি, বন্দেরবাড়ি, নাপিতপাড়া
আমগুড়ি আমগুড়ি জি পি এইচ কিউআমগুড়ি, চারেরবাড়ি,
আমগুড়িচারেরবাড়িবেতগাড়া
মাধবডাঙ্গা-১ মাধবডাঙ্গা-১ জি পি এইচ কিউউত্তরভূশকা ডাঙ্গা
দমহানি-২ শিঙ্গিমারী আদলমরি, সরকার পাড়া, বোচার ডাঙ্গা
দমহানি-২ দমহানি-২ জি পি এইচ কিউপাল পাড়া, বলবাড়ি বাজার, বিবেকানন্দ পল্লী
পদামটি-১ উত্তর পদামটিপদামটি
পদামটি-২ হেলাপাকড়ি বৈকুর গৌরগ্রাম
পদামটি-২ পদামটি-২ জি পি এইচ কিউবৈকুর গৌরগ্রাম
দমহানি-১ কাঠালবাড়ি উত্তর মউআমারী
বুরণীশ পূতিমারী খালপাড়া, পাঁজিয়ারবাড়ি, প্রধানেরবাড়ি, চোখেরবাড়ি
বুরণীশপূতিমারীমধ্য বাড়ি, ডাঙ্গাপাড়া এস এস কে স্কুল
রামশাই উত্তর কলামটি উজান পাড়া
রামশাইরামশাই পি এইচ সি পানবাড়ি
মোট ১৪
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।


পঞ্চায়েতের নাম
সাব সেন্টার এর নামগ্রামের নামশূন্যপদ
ঝাড়ালটগ্রাম-১ গাড়িয়ালতারি চৌহাড্ডি
মগুরমারী-১ পশ্চিম মগুরমারীপশ্চিম মগুরমারী
মগুরমারী-১পূর্ব মগুরমারীপূর্ব মগুরমারী (ক্লাবপাড়া)
মগুরমারী-২ দক্ষিণ আলটগ্রাম দক্ষিণ আলটগ্রাম (ডাকু পাড়া, ভাটি পাড়া, সুস্ত ভিটা)
গাড়ঙ্গ-১ সদর জি পি মাদ্রাসাপাড়া
গাড়ঙ্গ-১কাজীপাড়া কাজীপাড়া
বারঘড়ি দক্ষিণ খায়েরবাড়ি দক্ষিণ খায়েরবাড়ি (মাস্টারপাড়া, ডাঙধারি)
সকোআঝোড়া-২ মল্লিক শোভা মল্লিকশোভা
মোট
আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি বেতন কাঠামো

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি নিয়োগের বেতন হল ৬০০০/- প্রতি মাসে।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি নিয়োগের আবেদন ফি

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি নিয়োগের কোন আবেদন ফি লাগবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি, আবেদনের শর্ত

  • বিবাহিত, বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী প্রার্থী ওই নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • গ্রেড ১ এবং ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই হলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদনপত্র জমা দিতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিদ্যালয় অথবা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উচ্চশিক্ষার সার্টিফিকেটের সাহায্যে এই পদে আবেদনের ক্ষেত্রে কোন বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি বয়স সীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি নির্বাচন প্রক্রিয়া

জমা করা আবেদন পত্রের ভিত্তিতে প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ এর তারিখ ও সময় এবং স্থান প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি কিভাবে আবেদন করতে হবে

সবার প্রথম প্রার্থীকে জলপাইগুড়ি জেলার আধিকারিক ওয়েবসাইটে (http://jolpaiguri.gov.in/) গিয়ে আশা কর্মী নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এছাড়া আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন।

  • সবার প্রথম প্রার্থীর উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের নাম লিখতে হবে।
  • পাসপোর্ট মাপের সম্প্রতি তোলা একটি ছবি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
  • আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, আবেদনকারীর ঠিকানা, যোগাযোগ নম্বর, বৈবাহিক পরিস্থিতি, সচিত্র একটি প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
  • সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে পুনরায় আবেদনকারীর নাম, স্বামীর নাম, এবং ভোটার কার্ড নাম্বার লিখতে হবে।
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম পরীক্ষার বোর্ড, পরীক্ষায় বসার বছর, মোট কত নাম্বার এর পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে, শতকরা হিসাবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন, সেই বিষয়ে তথ্য পূরণ করতে হবে।

ফর্মটি ভালো ভাবে পূরণ করার পর সবার নিচের বামদিকে তারিখ ও ডানদিকে আবেদনকারীর সই করে নির্দিষ্ট ঠিকানায় ডাক যোগের মাধ্যমে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সে বিষয়ে বিবরণ নিচে দেওয়া আছে।

জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে ও সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন ফরমের সাথে জুড়ে দিতে হবে।

  • পরীক্ষার এডমিট কার্ডের জেরক্স।
  • সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।
  • 5 টাকার ডাকটিকিট ও নিজের ঠিকানা লেখা খাম।
  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
  • বয়সের সার্টিফিকেট।
  • রেশন কার্ডের জেরক্স।
  • জাতি শংসাপত্র থাকলে তার জেরক্স।
  • গ্রেড ১ এবং ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই, বা লিংক ওয়ার্কার হলে তার শংসাপত্র।

আশা কর্মী নিয়োগ আবেদন পত্র কোন ঠিকানায় জমা করতে হবে

আবেদনপত্র আপনি নিজে গিয়ে অথবা নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে আপনার নিজস্ব সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিস অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ জলপাইগুড়ি গুরুত্বপূর্ণ লিঙ্ক

বিষয়ছোট শিরোনাম
অফিসিয়াল বিজ্ঞপ্তিএখানে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://jalpaiguri.gov.in/
অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোডএখানে দেখুন

.

Youtube-channel-link

ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment