সীমিত আসন পূর্ব মেদিনীপুর জেলার মহিলদের জন্য আশা কর্মী নিয়োগ ২০২২ এর নোটিশ চেক করুন

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মহিলাদর জন্য চাকরির সুখবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আশা কর্মী নিয়োগ ২০২২ এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ জেলার ও বি ডি ও অফিসের তরফ থেকে আশা কর্মীর পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত মহিলা চাকরি পার্থী মাধ্যমিক পরীক্ষায় পাশ করে সরকারী চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য এই বিশেষ সুখবর।

আমরা আই পেজে আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচন করব। যে সমস্ত চাকরি পার্থী এখানে আবেদন করতে চাই তার কীভাবে এবং কোথা থেকে পিডিএফ নোটিফিকেশন ডাউনলোড করবেন? আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুরে কত শূন্য পদ নিয়োগ করা হবে? আশা কর্মী আবেদন কীভাবে করবেন? বয়স কতহতে হবে? শিক্ষকতা যজ্ঞতা কত থাকতে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব।

আশা কর্মী নিয়োগ পূর্ব মেদিনীপুর

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ কি স বিষয়য়ে আপনাকে জানতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর:

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর সাম্প্রতিক জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বড়ো ধররণের নিয়োগের বাপরে ইচ্ছুক পার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, এগর, হলদিয়া, কোন্টাই মহকুমা শাসক অঞ্চলের মাধামিক পাশের ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য কোন শুল্ক প্রদান করতে হবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর – গুরুত্বপূর্ণ অংশ

নিচের দেওয়া টেবিলের ফরমেটটি আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নটিফিকশনের বেশ কিছু গুরুত্তপূর্ণ তুলে ধরেছি।

নিয়োগ সংস্থাআশা কর্মী নির্বাচন কমিটি
মোট শূন্যপদউল্লেখ নেই
পদের নামআশা কর্মী
পোস্ট বিভাগচাকুরী
চাকুরি স্থানপূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
অ্যাপ্লিকেশন মোডঅফলাইন
নির্বাচন প্রক্রিয়াইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকশন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://purbamedinipur.gov.in/

গুরুত্বপূর্ন তারিখগুলো

নিচে দেওয়া টেবিল ফরমেটটি আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নটিফিকশনের বেশ কিছু গুরুত্তপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে।

বিষয়তারিখগুলি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৩০ আগস্ট ২০২২
আবেদন শুরুর তারিখ১ সেপ্টেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখ২১ সেপ্টেম্বর ২০২২

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর শূন্যপদের বিবরণ

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর শূন্যপদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটএ কোন বিবরণ উল্লেখ করা নেই।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নিয়োগের বেতন কাঠামো

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নিয়োগের বেতন হল ৬০০০/- প্রতি মাসে।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নিয়োগের আবেদন ফি

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নিয়োগের কোন আবেদন ফি লাগবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর আবেদনের শর্ত

  • বিবাহিত বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী প্রার্থী ওই নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • গ্রেড 1 এবং 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই হলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদনপত্র জমা দিতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিদ্যালয় অথবা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উচ্চশিক্ষার সার্টিফিকেটের সাহায্যে এই পদে আবেদনের ক্ষেত্রে কোন বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর বয়স সীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ০১/০১/২০২২ এর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর নির্বাচন প্রক্রিয়া

জমা করা আবেদন পত্রের ভিত্তিতে প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ এর তারিখ ও সময় এবং স্থান প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর কিভাবে আবেদন করতে হবে

সবার প্রথম প্রার্থীকে পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক ওয়েবসাইটে (http://purbamedinipur.gov.in/) গিয়ে আশা কর্মী নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এছাড়া আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন।

  • সবার প্রথম প্রার্থীর উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের নাম লিখতে হবে।
  • পাসপোর্ট মাপের সম্প্রতি তোলা একটি ছবি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
  • আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, আবেদনকারীর ঠিকানা, যোগাযোগ নম্বর, বৈবাহিক পরিস্থিতি, সচিত্র একটি প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
  • সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে পুনরায় আবেদনকারীর নাম, স্বামীর নাম, এবং ভোটার কার্ড নাম্বার লিখতে হবে।
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম পরীক্ষার বোর্ড, পরীক্ষায় বসার বছর, মোট কত নাম্বার এর পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে, শতকরা হিসাবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন, সেই বিষয়ে তথ্য পূরণ করতে হবে।

ফর্মটি ভালো ভাবে পূরণ করার পর সবার নিচের বামদিকে তারিখ ও ডানদিকে আবেদনকারীর সই করে নির্দিষ্ট ঠিকানায় ডাক যোগের মাধ্যমে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সে বিষয়ে বিবরণ নিচে দেওয়া আছে।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে ও সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন ফরমের সাথে জুড়ে দিতে হবে।

  • পরীক্ষার এডমিট কার্ডের জেরক্স।
  • সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।
  • 5 টাকার ডাকটিকিট ও নিজের ঠিকানা লেখা খাম।
  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
  • বয়সের সার্টিফিকেট।
  • রেশন কার্ডের জেরক্স।
  • জাতি শংসাপত্র থাকলে তার জেরক্স।
  • গ্রেড 1 এবং 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই, বা লিংক ওয়ার্কার হলে তার শংসাপত্র।

আশা কর্মী নিয়োগ ২০২২ পূর্ব মেদিনীপুর আবেদন পত্র কোন ঠিকানায় জমা করতে হবে

আবেদনপত্র আপনি নিজে গিয়ে অথবা নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে আপনার নিজস্ব সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিস অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

বিষয়ছোট শিরোনাম
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনপত্র ডাউনলোড লিংকএখানে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://purbamedinipur.gov.in/

বন্ধুর, আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Youtube-channel-link

কিছু প্রশ্নের উত্তর –

পূর্ব মেদিনীপুর আশা কর্মী আবেদনের শেষ তারিখ কবে?

পূর্ব মেদিনীপুর আশা কর্মী আবেদনের শেষ তারিখ ২১ সে সেপ্টেম্বর ২০২২।

ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment