পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট পাস প্রার্থীদের বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড দিচ্ছে বিভিন্ন পদে চাকরির সুযোগ

BGCL Recruitment 2022: বি জি সি এল অর্থাৎ বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এর তরফ থেকে বি জি সি এল নিয়োগ ২০২২ এ জুনিয়ার অ্যাসোসিয়েট, সিনিয়ার অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, চিফ অ্যাসোসিয়েট, কোম্পানি সেক্রেটারি এবং সি ই ও এই নিয়ে মোট ৩৭ টি বিভিন্ন পোস্টে বি জি সি এল জবের জন্য অফিশিয়াল নোটিফিকেশন জারি করেছে।এই নোটিফিকেশন অনুযায়ী গ্রাজুয়েট পাস বা পোস্ট গ্রাজুয়েট পাস বা এম বি এ পাস আবেদনকারীর এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার আবেদনকারীরা বি জি সি এল নিয়োগ ২০২২ চাকরির জন্য আবেদন করতে পারেন।

বি জি সি এল নিয়োগ ২০২২
বি জি সি এল নিয়োগ ২০২২

আমরা এই পৃষ্ঠাতে বি জি সি এল নিয়োগ ২০২২ সম্পন্ন বিস্তারিত আলোচনা হয়েছে। এই যেমন ধরুন, বি জি সি এল নিয়োগ ২০২২ এর নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? পশ্চিমবঙ্গ রাজ্যে বি জি সি এল নিয়োগ ২০২২ এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? বি জি সি এল নিয়োগ ২০২২ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত খুটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো।

বি জি সি এল নিয়োগ ২০২২ পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি সে বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে।

বি জি সি এল নিয়োগ ২০২২

বিগত ৩০ আগস্ট ২০২২ থেকে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড অফিশিয়াল ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তিতে বড় ধরনের নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ, পোস্ট গ্র্যাজুয়েট, এম বি এ পাশ প্রার্থী এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কিছু শুল্ক প্রদান করতে হবে যার ব্যাপারে আমি নিচে আলোচনা করেছি।

বি জি সি এল নিয়োগ ২০২২ – গুরুত্বপূর্ণ অংশ

নিচে দেওয়া টেবিলের ফরমেটটি বি জি সি এল নিয়োগ ২০২২ নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে।

নিয়োগ সংস্থাবেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বি জি সি এল)
মোট শূন্যপদ৩৭
পদের নামজুনিয়ার অ্যাসোসিয়েট, সিনিয়ার অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, চিফ অ্যাসোসিয়েট, কোম্পানি সেক্রেটারি এবং সি ই ও
পোস্ট বিভাগচাকরি
চাকুরি স্থানপশ্চিমবঙ্গ
অ্যাপ্লিকেশন মোডঅনলাইন
নির্বাচন প্রক্রিয়াঅনলাইন অব্জেক্টিভ টাইপ পরীক্ষা এবং ইন্টারভিউ
অফিশিয়াল ওয়েবসাইট
বি জি সি এল নিয়োগ ২০২২

বি জি সি এল নিয়োগ ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি কোড

নিয়োগ কোড বা বিজ্ঞাপন নম্বর ADVT: BGCL/OPEN/MISC/1/2022

বি জি সি এল নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ন তারিখগুলো

নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছে।

বিষয়তারিখগুলি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৪ আগস্ট ২০২২
আবেদন শুরুর তারিখ৩০ আগস্ট ২০২২
আবেদনের শেষ তারিখ২৮ সেপ্টেম্বর ২০২২
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ২৮ সেপ্টেম্বর ২০২২
বি জি সি এল নিয়োগ ২০২২

বি জি সি এল নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ

পোস্টশূন্যপদ
জুনিয়ার অ্যাসোসিয়েট
সিনিয়ার অ্যাসোসিয়েট১১
অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট
অ্যাসোসিয়েট
চিফ অ্যাসোসিয়েট
কোম্পানি সেক্রেটারি
মোট৩৭
বি জি সি এল নিয়োগ ২০২২

বি জি সি এল নিয়োগ ২০২২ বেতন কাঠামো

বি জি সি এল নিয়োগ ২০২২ যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ১,১৫,০০০ টাকা।

বি জি সি এল নিয়োগ ২০২২ নিয়োগের আবেদন ফি

ক্যাটাগরিফি চার্জ
জেনারেল/ ওবিসি/ ই ডাব্লিউ এস২০০
এসসি/ এসটি/পি ডব্লু বি ডি শূন্য
পেমেন্ট মোডঅনলাইন
পেমেন্ট গেটওয়েক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং
বি জি সি এল নিয়োগ ২০২২

বি জি সি এল নিয়োগ ২০২২ শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ মার্কেটিং / ফাইনান্স / অয়েল ও গ্যাস / পেট্রোলিয়াম এবং এনার্জি বিশেষীকরণ সহ দুই বছর পূর্ণ-সময়ের এম বি এ/ পি জি ডি এম/ এম এম এস।
  • ব্যাচেলর ডিগ্রি এবং ২ বছরের মাস্টার ডিগ্রি তার সাথে ৬০ %নম্বর থাকতে হবে /(২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে কমিনুকেশনে/ অ্যাডভার্টাইজিং এবং কমিনুকেশনে/ পাবলিক রিলেশন/ মাস কমিনুকেশন/ সাংবাদিকতায় দুই বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা) ন্যূনতম ৬০% থাকতে হবে।
  • ফুল টাইম ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে ইঞ্জিনিয়ারিং/ টেকনলজি মেকানিকেল/ প্রোডাক্শন/ প্রোডাক্শন ও ইনডাস্ট্রি/ ন্যূনতম সঙ্গে ৬০% নম্বর থাকতে হবে।

বি জি সি এল নিয়োগ ২০২২ বয়স সীমা

  • আবেদনকারীর বয়সসীমা হতে হবে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।
  • এজ রিলাকাশেসেন: এস সি/ এস টি / ও বি সি/ পি ডব্লু ডি/ পি এইচ কেটাগরির আবেদনকারীর এজ রিলাকাশেসেন গভর্মেন্টের রুল রেগুলেশনর দ্বারা হবে।

বি জি সি এল নিয়োগ ২০২২ নির্বাচন প্রক্রিয়া

  • পেশাগত যোগ্যতা বা প্রাসঙ্গিক অভিজ্ঞতার মানদণ্ড এবং সাক্ষাত্কারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
  • ফায়ার ও সেফটি পোস্ট নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটি ফিজিকাল এন্ডুরেন্স টেস্ট (পি ই টি )এবং নির্বাচন কমিটির সামনে একটি সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকতে পারে।

বি জি সি এল নিয়োগ ২০২২ কিভাবে আবেদন করতে হবে

  • এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
  • হোম স্ক্রিনে প্রদর্শিত “অনলাইনে আবেদন করুন” এ ক্লিক করুন।
  • সমস্ত প্রয়োজনীয় বিবরণ লিখুন এবং নথিগুলির প্রয়োজনীয় সফ্ট কপি আপলোড করুন।
  • আবেদনপত্র পূরণ করুন।
  • বি জি সি এল নিয়োগ ২০২২ এর জন্য আবেদন ফি প্রদান করুন।
  • আবেদনপত্র জমা দিন।
  • ভবিষ্যতের উদ্দেশ্যে প্রিন্টআউট নিন।

বি জি সি এল নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ণ লিঙ্ক

নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই বি জি সি এল নিয়োগ ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছি।

বিষয়ছোট শিরোনাম
অফিসিয়াল বিজ্ঞপ্তিএখানে পড়ুন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://bgcl.co.in/
অনলাইনে আবেদন করুনhttps://bgcl.co.in/
বি জি সি এল নিয়োগ ২০২২
Youtube-channel-link

ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment