ইলেকট্রিক দপ্তরের বিভিন্ন বিভাগে প্রচুর চাকরির সুযোগ, অফিশিয়াল বিজ্ঞপ্তি সমেত জেনে নিন আবেদনের পদ্ধতি

BHEL Recruitment 2022: চাকরির প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, বি.এইচ.ই.এল অর্থাৎ ভারতীয় হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড এর তরফ থেকে বি এইচ ই এল নিয়োগ ২০২২ এর একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী মোট ৬১ টি পদে নিয়োগ করা হবে, ন্যূনতম গ্রাজুয়েট পাশ ও পোস্ট গ্র্যাজুয়েট পাশ ছাত্র ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ভারতীয় হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড এর ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ রাজ্যে বি এইচ ই এল পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন।

BHEL Recruitment 2022 in Bangla

আমরা এই পৃষ্ঠাতে বি এইচ ই এল নিয়োগ ২০২২ সম্পন্ন বিস্তারিত আলোচনা হয়েছে। এই যেমন ধরুন, বি এইচ ই এল পদের নিয়োগ নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? বি এইচ ই এল এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? বি এইচ ই এল পদের নিয়োগ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত বিষয়ে খুটিনাটি আলোচনা করা হয়েছে।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি সে বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে।

বি এইচ ই এল নিয়োগ ২০২২

বিগত ১৩ সেপ্টেম্বর ২০২২ থেকে বি এইচ ই এল অর্থাৎ ভারতীয় হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইট এ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এই বিজ্ঞপ্তিতে বড় ধরনের নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের বি এইচ ই এল পদে নিয়োগ করা হবে। ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ ও পোস্ট গ্র্যাজুয়েট পাশ ছাত্র-ছাত্রীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কিছু শুল্ক প্রদান করতে হবে যার ব্যাপারে আমি নিচে আলোচনা করেছি।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ – গুরুত্বপূর্ণ অংশ

নিচের দেওয়া টেবিলের ফরমেটটি বি এইচ ই এল নিয়োগ ২০২২ নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে।

নিয়োগ সংস্থাভারতীয হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড
মোট শূন্যপদ৬১
পদের নামসিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আই টি/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইন্ঞ্জিনিয়ার, মেটালার্জি ইঞ্জিনিয়ার, ফাইনান্স, এইচ আর
পোস্ট বিভাগচাকরি
চাকুরি স্থানপুরো ভারতবর্ষ
অ্যাপ্লিকেশন মোডঅনলাইন
নির্বাচন প্রক্রিয়াকম্পিউটার বেশ টেস্ট
অফিশিয়াল ওয়েবসাইটhttps://careers.bhel.in/bhel/jsp/
বি এইচ ই এল নিয়োগ ২০২২

বি এইচ ই এল নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি কোড

নিয়োগ কোড বা বিজ্ঞাপন নম্বর “Advt. 01/2022 ”

এখানে বলে রাখি যখনই কোন নিয়োগ নোটিফিকেশন পড়বেন অথবা নিয়োগের জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই নোটিফিকেশন নম্বর অথবা নিয়োগ কোড নম্বরটি জেনে নেবেন। কারণ এই কোড নম্বর দ্বারা একটি নিয়োগ প্রক্রিয়া অন্য একটি নিয়োগ প্রক্রিয়া থেকে আলাদা হয়।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ন তারিখগুলো

নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই বি এইচ ই এল নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছি।

বিষয়তারিখগুলি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখউল্লেখ নেই
আবেদন শুরুর তারিখ১৩ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০ টা থেকে
আবেদনের শেষ তারিখ৪ অক্টোবর ২০২২ বিকেল ৫ তা পর্যন্ত
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ৪ অক্টোবর ২০২২ বিকেল ৫ তা পর্যন্ত
পরীক্ষার তারিখ ৩১ অক্টোবর ২০২২, ১ এবং ২ নভেম্বর ২০২২
বি এইচ ই এল নিয়োগ ২০২২

বি এইচ ই এল নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ৬১ টি পদে নিয়োগ হবে।

পোস্টশূন্যপদ
সিভিল ইন্ঞ্জিনিয়ার ১৬
মেকানিকাল ইন্ঞ্জিনিয়ার ১২
আই টি/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
কেমিক্যাল ইন্ঞ্জিনিয়ার
মেটালার্জি ইঞ্জিনিয়ার
ফাইনান্স
এইচ আর
মোট৬১
বি এইচ ই এল নিয়োগ ২০২২

বি এইচ ই এল নিয়োগ ২০২২ বেতন কাঠামো

বি এইচ ই এল অফিসার ২০২২-এর মূল বেতন ৫০,০০০ থেকে শুরু হবে এবং বেতন স্কেল ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। ট্রেনিং সময়কালের পরে বি এইচ ই এল অফিসাররা ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা মূল বেতন সহ ৬০,০০০ টাকার স্কেল পাবেন।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ নিয়োগের আবেদন ফি

ক্যাটাগরিফি চার্জ
জেনারেল/ ই ডব্লু এস/ ও বি সি আপ্লিকেশন ফি ৫০০ + প্রোসেসিং ফি ৩০০ = ৮০০
এস সি/ এস টি/ পি ডব্লু ডি/ এক্স-সার্ভিসমেন আপ্লিকেশন ফি ০ + প্রোসেসিং ফি ৩০০ = ৩০০
পেমেন্ট মোডঅনলাইন
পেমেন্ট গেটওয়েউল্লেখ নেই
বি এইচ ই এল নিয়োগ ২০২২

বি এইচ ই এল নিয়োগ ২০২২ শিক্ষাগত যোগ্যতা

  • ইন্ঞ্জিনিয়ার (সিভিল, মেকানিকাল, আই টি/ কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, মেটালার্জি) – কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ফুল-টাইম স্নাতক ডিগ্রী বা সিভিল বা মেকানিক্যাল বা আইটি বা ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল বা মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড স্নাতকোত্তর ডিগ্রি বা ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম থাকতে হবে।
  • ফাইনান্স – একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সহ কোয়ালিফায়েড চার্টার্ড বা কস্ট এবং ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট ভারতের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থাকতে হবে।
  • এইচ আর – একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ-সময়ের নিয়মিত ব্যাচেলর ডিগ্রী এবং দুই বছরের পূর্ণ-সময়ের নিয়মিত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সোসাল ওয়ার্ক বা এমবিএ-তে ডিপ্লোমা সহ সমস্ত বছরে মোট ৬০% নম্বর সহ সমস্ত বছর/ সেমিস্টারে কমপক্ষে ৫৫% নম্বর সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট। সোশ্যাল ওয়ার্ক বা এমবিএ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের চূড়ান্ত বছরে ইলেকটিভ ইন পার্সোনেল ম্যানেজমেন্ট/ লেবার ওয়েলফেয়ার/ এইচআরএম-এ বিশেষায়িত হতে হবে।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ যোগ্যতার মানদণ্ড

  • মেকানিকেল – ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্শন টেকনোলজি মেনুফেকচারিং, ইঞ্জিনিয়ারিং (এন আই এফ এফ টি রাঁচি), মেকাট্রনিক্স, মেনুফেকচারিং প্রসেস এবং অটোমেশন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্শন ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্শন এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং, মেনুফেকচারিং টেকনলোজি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং।
  • ইলেকট্রিকাল – ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, ইন্সট্রুমেন্টেশন এবং কন্ট্রোল, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম এবং উচ্চ ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল মেশিন, ইলেকট্রনিক্স ও পাওয়ার, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং।
  • সিভিল – সিভিল ইঞ্জিনিয়ারিং।
  • কেমিক্যাল – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।
  • মেটালার্জি – মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, এক্সট্রাকটিভ মেটালার্জি, ফাউন্ড্রি টেকনলোজি, প্রসেস মেটালার্জি।
  • আই টি – ইনফরমেশন টেকনলোজি, কম্পিউটার সায়েন্স।
  • ফাইনান্স – সি এ, আই সি ডব্লু এ/ সি এম এ।
  • হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট – পার্সোনাল ম্যানেজমেন্ট, সোসাল ওয়ার্ক, এইচ আর এম, পার্সোনাল ম্যানেজমেন্ট এবং আই আর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ বয়স সীমা

  • ইন্ঞ্জিনিয়ার (সিভিল, মেকানিকাল, আই টি/ কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, মেটালার্জি) – ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যদি আবেদনকারীর ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট থাকে তাহলে ২৯ বছর বয়স হলেও চলবে।
  • ফাইনান্স – ২৯ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • এইচ আর – ২৯ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন

বি এইচ ই এল নিয়োগ ২০২২ নির্বাচন প্রক্রিয়া

  • প্রথমে কম্পিউটার বেশ এম সি কিউ টেস্ট হবে।
  • এম সি কিউ টেস্ট এ পাশ করলে ইন্টারভিউ হবে।
  • তারপর ফাইনাল নিয়োগ হবে।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ কিভাবে আবেদন করতে হবে

  • এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
  • ক্লিক করুন কারেন্ট ওপেনিং এ।
  • এখন এখানে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন।
  • অ্যাপ্লিকেশন ফি অনলাইন এ পে করুন।
  • ভবিষ্যতের উদ্দেশ্যে আবেদনপত্র প্রিন্ট করুন।
  • এখন, অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন।

বি এইচ ই এল নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ণ লিঙ্ক

নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই বি এইচ ই এল নিয়োগ ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছে।

বিষয়ছোট শিরোনাম
অফিসিয়াল বিজ্ঞপ্তিএখানে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://careers.bhel.in/bhel/jsp/#myPage
অনলাইনে আবেদন করুনক্লিক করুন
বি এইচ ই এল নিয়োগ ২০২২
Youtube-channel-link

ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment