Gramin Dak Sevak: সময় বেশি নেই গ্রামীণ ডাক সেবক ১২,৮২৮ পদে মাধ্যমিক পাসে চাকরি

Gramin Dak Sevak: মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, বিপুল সংখ্যক শূন্য পদে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে (Gramin Dak Sevak Niyog) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সরকারি চাকরির এই সুবর্ণ সুযোগ কোনমতেই হাতছাড়া করবেন না। কয়েকদিন আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগে তরফ থেকে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীরা গ্রামীণ ডাক সেবক চাকরির জন্য আবেদনের যোগ্য।

গ্রামীণ ডাক সেবক পদে চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি এখনো এই চাকরিতে অনলাইনে আবেদন করতে চান, তাহলে এই পাতাটি সম্পূর্ণ করে খুব সহজেই আবেদন করতে পারবেন।

গ্রামীণ ডাক সেবক
গ্রামীণ ডাক সেবক

কেন্দ্র সরকারের এই চাকরিতে অনলাইনে আবেদন করার পর যদি আপনার মনে হয় যে আবেদন করার সময় আপনি কোন ভুল তথ্য দিয়েছেন, তাহলে আপনি পুনরায় সেই আবেদনটি এডিট করে ঠিক করে নিতে পারেন।

কত টাকা বেতন হিসাবে দেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, আবেদন করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Gramin Dak Sevak Niyog মূল বিষয়

  • পদের নাম: গ্রামীণ ডাক সেবক
  • ডিপার্টমেন্ট: ভারতীয় ডাক বিভাগ
  • শূন্যপদের সংখ্যা: গ্রামীণ ডাল সেবক পদে মোট ১২,৮২৮ টি শূন্যপদ রয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারী প্রার্থীর নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যেকোনো স্কুল থেকে পাস করা সার্টিফিকেট প্রয়োজন। অংক ও ইংরেজী এই দুটি বিষয় বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

বয়সসীমা:

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এরমধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স সীমা ছাড় রয়েছে।

আবেদন কিভাবে করবেন:

এই পদে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অনলাইনে আবেদন কিভাবে করবেন?

  • সবার প্রথমে আপনাকে indiapostgdsonline.gov.in ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • যদি আপনি লগ ইন ডিটেইলস নিয়ে রেখেছেন তাহলে লগইন করুন না হলে নতুন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবার পর আপনার সামনে গ্রামীণ ডাক সেবক পদের অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম টি ভালোভাবে পড়ে, বুঝে প্রয়োজনীয় নথিপত্র জমা করুন ও শূন্যস্থান গুলি পূরণ করুন।
  • সবকিছু আপলোড করে দেওয়ার পর আবেদন ফি জমা করুন।
  • সর্বশেষ আপনার পূরণ করা ফর্মের একটি কপি সেভ করে প্রিন্ট আউট করে নিন।

আবেদন ফি ও অনলাইন আবেদনের শেষ তারিখ

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারী সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। বাকি মহিলা প্রার্থী তপশিলি জাতি তপশিলি জনজাতি বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি হিসাবে কোন মূল্য দিতে হবে না।

এই পদে আবেদনের শেষ তারিখ ১১ ই জুন, যা ইতিমধ্যেই বাইশে মে থেকে শুরু হয়ে গেছে। যেমন আমরা আগে বলেছি গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার পর প্রার্থী চাইলে ১২ জুন থেকে ১৪ জুনের মধ্যে আবেদনপত্রে বদল করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া ও প্রার্থী বাছাই পদ্ধতি

যে সমস্ত যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের কোয়ালিফিকেশনের গ্রেড অনুযায়ী সর্বপ্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর সেই মেরিট লিস্ট অনুযায়ী লিখিত পরীক্ষা ও প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

Leave a Comment