হঠাৎ টাকার প্রয়োজন, পেয়ে যান গুগল পে থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন তাও আবার ৫ মিনিটে। এই পদ্ধতিতে করতে হবে আবেদন

আপনি কি জানেন আপনার গুগল পে (Google Pay) অ্যাপ্লিকেশন থেকে পাঁচ মিনিটে ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব। দুনিয়া যতই আগে এগোচ্ছে সমস্ত কিছু ডিজিটাল হচ্ছে। আজ থেকে বেশ কয়েক বছর আগেও কোন ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনার পায়ের জুতো ছিঁড়ে যেত, কিন্তু আজ বাড়িতে বসে পাঁচ মিনিটের লোন নেওয়া সম্ভব। আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারেন গুগল পে নামের জনপ্রিয় মোবাইল এপ্লিকেশন থেকে।

আমাদের দেশে বেশ কয়েক বছর আগে হঠাৎ করে ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট ব্যান করে দেয়া হয়। যার ফলে এক ঝটকায় লাখো মানুষ ডিজিটাল পেমেন্ট এর উপর ভরসা শুরু করেন। সেই জায়গা থেকেই আজকের দিনে কোটি কোটি মানুষ গুগল পে, ফোন পে, এর মত অ্যাপ্লিকেশন গুলিকে প্রতিদিনের হাট বাজার, রেস্টুরেন্ট, শপিংমল, বা পাড়ার চায়ের দোকান, পানের দোকানেও পেমেন্ট দেওয়ার কাজে ব্যবহার করে।

দিনে দিনে এই অ্যাপ্লিকেশনগুলি তাদের ব্যবহারকে খুব সহজ করে তুলছে, এবং নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করে চলেছে। সেই সমস্ত বৈশিষ্ট্য গুলির মধ্যে একটি বৈশিষ্ট্য হলো অনলাইন লোন অর্থাৎ আজ আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হলে আপনি গুগল পে ব্যবহার করে বাড়িতে বসেই ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।

গুগল পে: কি ধরনের অ্যাপ্লিকেশন

আমরা তো প্রতিদিনই অধিকাংশ সময়েই গুগল পে ব্যবহার করে থাকি, কিন্তু আপনার জানা প্রয়োজন গুগল পে কি ধরনের অ্যাপ্লিকেশন। এটি হলো একটি ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট প্ল্যাটফর্ম যা গুগল দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। এর মধ্যে থেকে আপনি অনলাইনে ইউপিআই নাম্বার, মোবাইল নাম্বার বা কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন। সঙ্গে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল জমা, এলআইসি বিল জমা, এবং বাড়িতে বসে লোনের জন্য আবেদনও করতে পারেন।

গুগল পে: কিভাবে লোন দেয়

আপনার জেনে রাখা প্রয়োজন গুগল পে নিজে লোন দেয় না, বা আপনার লোন আবেদন রিভিউ করে না। গুগল পে প্ল্যাটফর্মের ওপর বিশ্বস্ত লোন দাতারা নিজেদের লিস্ট করে রাখে, যে সমস্ত যোগ্য গুগল পে ব্যবহারকারী লোন পাওয়ার জন্য উপযুক্ত তাদের গুগল পে অ্যাপ্লিকেশনএর উপর লোন নামের অপশন দেখানো হয়। এবার সেই ব্যবহারকারীর যদি লোনের প্রয়োজন হয় তাহলে লোন অপশনে ক্লিক করে সমস্ত তথ্য পড়ে লোনের জন্য আবেদন করতে পারে। এক কথায় বলতে গেলে গুগল পে লোন দাতা ও লোন গ্রহিতার মধ্যে যোগাযোগ স্থাপন করার কাজ করে।

আরো পরিষ্কারভাবে জানিয়ে দিই আপনি যদি লোন পাবার উপযোগী হন তবেই আপনার গুগল পে অ্যাপ্লিকেশনের ওপর লোন আবেদন করার অপশন দেখন হবে। নচেত আপনি কোনরকম লোন আবেদন করার অপশন দেখতে পাবেন না। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার সিভিল স্কোর ও পূর্বে নেওয়া লোন এবং লোন পরিষদের তথ্যের ওপর।

গুগল পে থেকে লোন কিভাবে নেবেন

যদি আপনি লোন পাবার উপযোগী হন তাহলে আপনার প্রয়োজনে আপনি গুগল পে থেকে লোন আবেদন করতে পারবেন। সবার প্রথম আপনাকে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচের দিকে আসতে হবে, যেখানে লোন নামের একটি অপশন আছে। ওটির ওপর ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাকে সেই কোম্পানির নাম দেখানো হবে যেই কোম্পানি আপনাকে লোন দিতে চায়, এবার আপনি আপনার লোনের পরিমাণ, আপনার রোজগার, কিভাবে রোজগার করেন, এই সমস্ত বিষয়ে ছোটখাটো তথ্য দেওয়ার পর আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি লোন পাবার কিনা।

আপনার যত টাকার লোনের প্রয়োজন সেটার জন্য যদি আপনি যোগ্য বিবেচিত হন তাহলে কেওয়াইসি যাচাইকরণ, ব্যাঙ্কের বিবরণ যাচাইকরণ, ব্যাঙ্ক অটো ডেবিট অ্যাক্সেস, বন্ড স্বাক্ষর এই সমস্ত প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার পর সাথে সাথেই লোন পেয়ে যাবেন। যদি আপনার প্রয়োজনীয় লোন অ্যামাউন্ট রিজেক্ট দেখায় তাহলে আপনি আপনার লোন অ্যামাউন্ট একটু কম করে পুনরায় চেষ্টা করতে পারেন।

লোন নেওয়ার পূর্বে করণীয় কাজ

অবশ্যই যেকোনো জায়গা থেকে লোন নেয়ার পূর্বে সবার প্রথম কত শতাংশ সুদ দিতে হবে, এবং লোন সম্বন্ধে সমস্ত তথ্য ভালোভাবে পড়ে, জেনে তবেই লোন নেবেন।

Leave a Comment