কলকাতা গোল্ড রেট (Kolkata Gold Rate) অর্থাৎ আজ কলকাতায় সোনার দাম কত সে বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে। গতকাল কলকাতায় সোনার দাম কত ছিল আজ কলকাতায় হলমার্ক সোনার দাম কত এছাড়াও খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম কত জেনে নিন এক মিনিটে।
[sc name=”1st-para”][/sc]
আমাদের পাঠকগণ প্রতিদিন সকালে এই ওয়েবসাইট ভিজিট করেন এবং চেক করে নেন আজ কলকাতা সমেত পশ্চিমবঙ্গে সোনার দাম কত? এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কারা কারা এই ওয়েবসাইট থেকে আজকের সোনার দাম চেক করে থাকেন, আর কেনই বা করে থাকেন।
মনে করুন আপনি আপনার কোন আত্মীয়ের অনুষ্ঠানে সোনার গহনা উপহার দেওয়ার কথা ভাবছেন, তাহলে যদি আপনি আজকের সোনার দাম চেক করেন, গতকালের সোনার দাম চেক করেন, ও গত এক সপ্তাহের সোনার দাম চেক করেন, তাহলে বুঝতে পারবেন আগামী দিনে সোনার দাম বাড়বে না কমবে, মোটামুটি একটা আন্দাজ করে আপনি আপনার আত্মীয়র জন্য উপহার কিনতে পারবেন।
অপরদিকে আমাদের সারা পশ্চিমবঙ্গ ও অন্যান্য জায়গার স্বর্ণ ব্যবসায়ীরা প্রতিদিন সকালে আজকের সোনার দাম চেক করেন। কারণ গোল্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে নির্দিষ্ট সোনার দাম নির্ধারণ করা হয় তার ভিত্তিতেই ওই ব্যবসায়ীর সেই পুরো দিনের ব্যবসা চলবে।
এমনও কিছু পুঁজিপতি লোক রয়েছেন যারা প্রত্যহ স্বর্ণের ওপর ইনভেস্ট করে থাকেন। উনারাও প্রতিদিন সকালে আজকের সোনার দাম চেক করেন। কারণ নির্দিষ্ট দাম অনুযায়ী ওনারা উনাদের সোনা বিক্রয় করতে পারেন, বা পুনরায় নতুন করে সোনা ক্রয় করতে পারেন।
প্রতিদিন সোনার দাম পরিবর্তন হওয়ার পিছনে অনেক গুলি কারণ রয়েছে। যার ব্যাপারে আমরা নিচে আলোচনা করেছি কিন্তু তার আগে জেনে নিন আজ কলকাতায় সোনার দাম কত।
আজ কলকাতা সোনার দাম (Kolkata Gold Rate Today)
তাহলে আসুন জেনে নিই আজ কলকাতায় হলমার্ক সোনার পাশাপাশি খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম কত। এখানে বর্ণিত সোনার দাম প্রতি ভরিতে উল্লেখ করা হয়েছে এবং সাথে আজকের রুপোর দামও তুলে ধরা হয়েছে।
[sc name=”gold-rate-today”][/sc]
গতকাল কলকাতা সোনার দাম
আপনার উচিত পুরানো দিনে অর্থাৎ গতকাল কলকাতা সোনার দাম কত ছিল তাও জেনে নেওয়া এখানেও বর্ণিত সোনার দাম প্রতি ভরিতে উল্লেখ করা হয়েছে এবং এখানেও গতকালের রুপোর দামও তুলে ধরা হয়েছে।
[sc name=”gold-rate-yesterday”][/sc]
গত এক সপ্তাহের সোনার দাম
আপনার সুবিধার্থে এখানে গত এক সপ্তাহের সোনার দাম তুলে ধরা হয়েছে। গহনা সোনা, খুচরো পাকা সোনা, ও সোনার বাটের দাম দেখে নিতে পারেন।
[sc name=”gold-rate-last-week”][/sc]
সোনা, অমূল্য সম্পদ
সোনা এমন একটি ধাতু যা আপনার সৌন্দর্য, আভিজাত্য, ও সম্পদে বৃদ্ধি ঘটায়। একটু ভেঙে বললে ভালোভাবে বুঝতে পারবেন, সর্বপ্রথম সোনা শৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত সোনা ও সোনার তৈরি গহনা আপনার আভিজাত্য প্রকাশ করে, সর্বশেষ সাধারণ মানুষ সোনাকে একটি সম্পদ হিসেবে ব্যবহার করে।
প্রত্যেক মানুষই কোন না কোন ভাবে সোনা ও সোনার গহনার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এবং নিজের পরিবারের জন্য সোনার গহনা কিনে থাকেন। সোনা এমন একটি অমূল্য সম্পদ যা আপনার আপৎকালীন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করে থাকে।
প্রতিদিন সোনার দাম পরিবর্তন হওয়ার কারণ
প্রতিদিন সোনার দাম পরিবর্তন হওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। যার প্রভাবে প্রতিদিন সোনার দামে হ্রাস অথবা বৃদ্ধি ঘটে থাকে। হ্যাঁ এমন নয় যে একদিনেই কয়েক হাজার টাকার তফাৎ তৈরি হয়। কিন্তু অবশ্যই একদিনে কয়েকশ টাকার তফাৎ তৈরি হয়ে থাকে। আপনি জানতে চান কি সেই মুখ্য কারণ যার প্রভাবে সোনার দাম পরিবর্তিত হয়।
মরসুম: একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন মরশুম অনুযায়ী সোনার দাম পরিবর্তিত হয়। অন্যান্য মরশুমের তুলনায় বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়ে থাকে, সাথে কালীপুজো ও ধনতেরাসের সময় সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে কারণ ধনতেরাস এমন একটি অনুষ্ঠান যেখানে সোনা কেনায় মূল উদ্দেশ্য হয়ে থাকে।
চাহিদা: একটু আগেই আমরা বললাম মরসুম অনুযায়ী সোনার দাম বৃদ্ধি পায়, সেই মরশুমেই যেহেতু সোনার চাহিদা খুব বেড়ে যায় তাই অপরপক্ষে চাহিদা অনুযায়ী সোনার দাম বৃদ্ধি পায়। এছাড়াও অন্যান্য সময়ে বাজারের চাহিদা ও সরবরাহ কম থাকার কারণে সোনার দাম হ্রাস, বৃদ্ধি পেয়ে থাকে।
আন্তর্জাতিক বাজার: যেহেতু সোনা আমাদের দেশে আমদানি ও করা হয়ে থাকে সেই কারণে আন্তর্জাতিক বাজারের প্রভাব অনুযায়ী সোনার দামে প্রভাব পড়ে থাকে। যে কোন কারণবশত আন্তর্জাতিক বাজার প্রভাবিত হলে আমাদের দেশে সোনার দাম বৃদ্ধি অথবা হ্রাস পেতে পারে।
সরকারি নীতি: বাজেট অনুযায়ী সোনা আমদানি, রপ্তানি, ক্রয়-বিক্রয়ের উপর সরকারি ট্যাক্স সোনার দামের পরিবর্তন ঘটাতে পারে।
এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যার ফলে প্রতিদিন সোনার দামের তারতম্য দেখা যায়। আমার মনে হয় এই পৃষ্ঠাতে আমরা সোনার দামের পাশাপাশি সোনার দাম সম্পর্কিত অনেক তথ্য জানতে পেরেছি। এই পৃষ্ঠা ভালো লেগে থাকলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন।