পাখিরা যে কথা বলে সেটা আমাদের সকলের জানা। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি কাকাতুয়া, ময়না, টিয়া পাখি কথা বলতে পারে। কিন্তু শালিক পাখিও যে কথা বলতে পারে এমন ঘটনা বিরল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক বছরে শালিক পাখির ছানা অনর্গল কথা বলে চলেছে।
পরিষ্কার গলায় বলতে শোনা যাচ্ছে মা কই, বাবা কই, খাইছো, এই সমস্ত শব্দ। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের শব্দ মুখ দিয়ে করে দেখানো যেমন শাঁখ বাজানো, খালি বোতলের ওপর দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয় ইত্যাদি, ইত্যাদি। সময়ে এই পাখিটি মানুষের মতো রাগ-অভিমানও করে। ছোট্ট শালিক পাখির এই দুর্দান্ত প্রতিভা দেখে সোশ্যাল মিডিয়া অবাক।
এই ছোট্ট শালিক পাখির নাম টুসু। তোমার নাম কি? জিজ্ঞেস করাতে নিজের নাম টুসু বলেও পরিষ্কার গলায় বলতে পারে এই শালিক ছানা। প্রতি প্রশ্নের উত্তরে শালিকের মুখ থেকে শব্দ একবার নয়, বারবার বেরিয়ে আসে। যেমন ও মা, ও বাবা পরপর তিনবার পরিষ্কার কণ্ঠে উচ্চারণ করছে।
এতকিছুর পর আপনার নিশ্চয় জানতে ইচ্ছে করছে কে শেখালো শালিকের ছানাকে কথা বলার কৌশল? দক্ষিণ ২৪পরগনা জেলার, পাথর প্রতিমা ব্লকের দশম শ্রেণীর ছাত্র সমীর বারিক, পাখিদের সে খুব পছন্দ করে। গত বছর এমন সময় ঝড়বৃষ্টিতে গাছ থেকে পড়ে গিয়েছিল এই শালিক পাখির ছানা। তখন সবেমাত্র সে ডিম থেকে প্রস্ফুটিত হয়েছে।
ঝড় বৃষ্টি থামার পর সমীর লক্ষ্য করে যে এই শালিক পাখির ছানা পড়ে রয়েছে। বাড়িতে তুলে এনে সেবা শুশ্রূষা করে, যত্নে বড় করে তুলে। একটু বড় হওয়ার পর থেকেই সে তাকে নানান শব্দ শেখাতে শুরু করে। সমীরের শেখানোর কেরামতি তে খুব কম সময়ের মধ্যেই কথা বলতে শুরু করে এই শালিক পাখির ছানা।
ভাইরাল ভিডিওতে দেখা যায় সমীর শালিকের ছানা টুসুকে বলছে আমি চলে যাচ্ছি আর তখনই টুসু মানুষের মত কাঁদতে শুরু করছে। উপকারের কথা মানুষ ভুলে গেলেও পশু পাখি জীবজন্তু তা বলে না জ্বলন্ত দৃষ্টান্ত দক্ষিণ ২৪ পরগনার সমীর বাড়ি ও তার শালিকের ছানা টুসুর মধ্যে দেখতে পাওয়া যায়।
এগুলোও পড়ুন