ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

হ্যালো বন্ধুরা, আজ আমরা ভোটের কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক (Voter ID Aadhar Card Link Status Check) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিংক করবেন, এবং ভোটার কার্ড আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে বাড়িতে বসে করবেন, তা আমরা দেখাবো। আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করেছেন কি ? যদি ”Voter ID Aadhar Card Link” করে থাকেন, তাহলে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন অনলাইন তা আমরা বুঝিয়ে দেবো এখানে।

1 আগস্ট 2022 থেকে শুরু হয়ে গেছে ভোটার কার্ড আধার লিঙ্ক প্রক্রিয়া। প্রত্যেক ভোটারকে তার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার কার্ড আধার লিঙ্ক শুরু হয়ে গেছে, তাই ”Voter ID Aadhar Card Link Status Check” করলে বুঝতে পারবেন, আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কি না বা অ্যাপ্রুভ হল কি না বা রিজেক্ট হল কি না। এইসব সমস্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক

বাড়িতে বসে ভোটার কার্ড আধার লিঙ্ক স্ট্যাটাস চেক (Voter ID Aadhar Card Link Status Check) করার জন্য প্রয়োজন একটি এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ এবং আপনার ইন্টারনেট কানেকশন।

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক কীভাবে করবেন ?

কিভাবে ভোটার কার্ড আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন তা আমরা এখানে স্টেপ বাই স্টেপ চিত্র সহকারে দেখিয়ে দেবো।

স্টেপ : ১

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

এখন আপনাকে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাউজার এ গিয়ে গুগল সার্চ অপশনে nvsp লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল নামে একটি লিংক চলে আসবে ওই লিংকে ক্লিক করতে হবে।

স্টেপ : ২

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

ওই লিংকে ক্লিক করার পর ভোটার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে।

স্টেপ : ৩

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর ডান দিকে উপরে লগইনের একটি অপশন আছে, ওই অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ : ৪

লগইন অপশন এ ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে ইউজার নাম, পাসওয়ার্ড, ক্যাপচার বসিয়ে লগইন করতে হবে। আপনি যখন এন ভি এস পি তে অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এ রেজিস্টার করছিলেন সেই সময় আপনি একটি মোবাইল নাম্বার, ই-মেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিকেট করেছিলেন, তারপর লগইন করে ফর্ম-৬বি অনলাইনে ফিলাপ করে সাবমিট করেছিলেন, ভোটার আইডি আধার কার্ড লিংকের জন্য। সেই সময় লগইন করার জন্য মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড টি এখানে ফিলাপ করতে হবে তারপর ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে।

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

আমরা এখানে আমাদের প্রয়োজনমতো ইউজার নাম এ ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা পুরন করে লগইন এ ক্লিক করলাম।

স্টেপ : ৫

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

লগইন করার পর ড্যাশবোর্ড অপশনটি চলে আসবে। ওই ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করতে হবে।

স্টেপ : ৬

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পর অন্য একটি পেজ খুলে যাবে। ওই পেজে রেফারেন্স নম্বর, ফর্ম টাইপ, ফর্ম সাবমিশন ডেট, স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে রেফারেন্স নম্বরটি লিখে নিতে হবে, কারণ এই রেফারেন্স নম্বরটি ভোটার কার্ড আধার লিংক স্টেটাস চেকের (Voter ID Aadhar Card Link Status Check) জন্য লাগবে। এছাড়াও যখন আপনি ভোটার কার্ড আধার লিংক করার সময় ফর্ম-৬বি পূরণ করে অনলাইনে সাবমিট করছিলেন তখন আপনি একটি রেফারেন্স নম্বর পেয়েছিলেন আপনার মোবাইল এ।

স্টেপ : ৭

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

এরপর ড্যাশবোর্ড থেকে ব্যাক করে আসতে হবে। আসার পর ডানদিকে নিচে ট্রাক অ্যাপ্লিকেশন স্টেটাস আছে তার উপর ক্লিক করতে হবে।

স্টেপ : ৮

ট্রাক অ্যাপ্লিকেশন স্টেটাস এর উপর ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। এখানে এন্টার রেফারেন্স আইডি অর্থাৎ এপ্লিকেশন করার সময় যে রেফারেন্স নম্বরটি পেয়েছেন বা ড্যাশবোর্ড থেকে যে নম্বরটি পেয়েছেন সেটি এখানে লিখে ট্রাক স্ট্যাটাস এ ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

আমরা এখানে রেফারেন্স নম্বর লিখে ট্র্যাক স্ট্যাটাস এ ক্লিক করলাম।

স্টেপ : ৯

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে তাই সাবমিট এর উপর গ্রীন রং দেখাচ্ছে এবং তার পাশেই তির চিহ্ন দিয়ে একসেপ্ট / রিজেক্ট লিখা আছে এবং তার মাথায় কোন রং দেখাচ্ছেনা অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিন্তু এখনো অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়নি এবং তার নিচে আছে আবেদনকারীর নাম, আবেদনকারীর জেলা, আবেদনকারীর গ্রাম এবং আবেদনকারী কোন ফর্ম এ আবেদন করেছেন তা লিখা আছে।

ভোটার কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক | Voter ID Aadhar Card Link Status Check

যদি একসেপ্ট হয় তাহলে গ্রিন অর্থাৎ সবুজ রং হয়ে যাবে একসেপ্ট / রিজেক্ট এর উপর, রিজেক্ট হলে রেড অর্থাৎ লাল রং হয়ে যাবে একসেপ্ট / রিজেক্ট এর উপর।

বন্ধুরা, আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment