শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 অনলাইন আবেদন | Aikyashree Scholarship 2022-23 New Apply in West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 (Aikyashree Scholarship 2022-23 New Apply in West Bengal) শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আজকে আমি আপনাদের জানাব ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন করার জন্য কত শতাংশ নাম্বার এর প্রয়োজন? কোন স্কলারশিপ এর জন্য আপনি আবেদন করতে পারবেন? ঐক্যশ্রী স্কলারশিপ 2022 কত টাকা দেওয়া হবে? ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন ফরম কিভাবে পাবেন। এই সমস্ত বিষয়ে আলোচনা করব।

ঐকশ্রী পোর্টালে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরাই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন অথবা স্কলার্শিপ রেনেওয়াল করতে পারবেন।

আজ আমি আপনাদের জানাব ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ কি? স্কলারশিপ কারা পেয়ে থাকেন? ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য কত শতাংশ নাম্বারের প্রয়োজন? ঐক্যশ্রী স্কলার্শিপ এ কত টাকা দেওয়া হয়? ঐক্যশ্রী স্কলারশিপ নতুন আবেদন কিভাবে করবেন? স্কলার্শিপ পুরানো আবেদন রেনুয়াল কিভাবে করবেন?

ঐক্যশ্রী 2022-23 online আবেদনের সম্পূর্ণ পদ্ধতি

ঐক্যশ্রী স্কলারশিপ কি এবং ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সবার আগে আমি একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে আরো একটি স্কলারশিপ রয়েছে যেটাকে বলা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা বিকাশ ভবন স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের সমস্ত শ্রেনীর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন, কিন্তু ঐক্যশ্রী স্কলার্শিপ শুধুমাত্র রাজ্যের সংখ্যা লঘু ছাত্র-ছাত্রীদের জন্য।

অর্থাৎ এখান থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় ঐক্যশ্রী স্কলার্শিপ পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের প্রথম শ্রেণী থেকে উচ্চতর শ্রেণি পর্যন্ত পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান। ঐক্যশ্রী স্কলার্শিপ রাজ্যের সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রী অর্থাৎ প্রথম শ্রেণী থেকে উচ্চ থেকে উচ্চতর শিক্ষা প্রাপ্ত ছাত্র ছাত্রী আবেদনের যোগ্য। আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে যেটা এই পুরো পাতাটা পড়লেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।

ঐক্যশ্রী স্কলারশিপ প্রকারভেদ

পশ্চিমবঙ্গ সরকার ঐক্যশ্রী প্রকল্পের অন্তর্গত তিন প্রকার স্কলারশিপ প্রদান করে থাকে।

প্রি মেট্রিক ঐক্যশ্রী স্কলার্শিপ (Pre Matric Scholarship):

প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সংখ্যা লঘু মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ (Post Matric Aikyasree Scholarship):

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রী যারা একাদশ শ্রেণি থেকে পিএইচডি করছেন তারা এই ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

মেরিট কাম মিনস ঐক্যশ্রী স্কলার্শিপ (Merit-Cum-Means Aikyasree Scholarship)

এই শ্রেণীতে মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন যারা টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সের পড়াশোনা করছেন।

ঐক্যশ্রী স্কলারশিপ 2022 যোগ্যতা

যেমন আমি আগে থেকেই বলেছি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ যোগ্যতা কি কি? নিচে আমি উত্তর দিয়ে দিলাম।

প্রি মেট্রিক স্কলার্শিপ ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদনের জন্য শর্ত ও যোগ্যতা

  • আবেদনকারী পড়ুয়া পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পড়ুয়া যেন অবশ্যই পশ্চিমবঙ্গের কোন সরকার স্বীকৃত স্কুল, কলেজ বা সংস্থা তে পাঠরত থাকেন।
  • আবেদনকারীর ছাত্র-ছাত্রী যেন স্কুলছুট না হয়।
  • আবেদনকারী পড়ুয়ার বছরে পারিবারিক আয় দু লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • শেষ পরীক্ষায় ৫০% নাম্বার থাকলেই এই স্কলার্শিপ এ আবেদন করা যাবে, এর কম হলে হবে না।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ বাইরের কোন রাজ্যে পড়াশোনা করে, এমন ছাত্র-ছাত্রী এই ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না।

মেরিট কাম মিনস ঐক্যশ্রী স্কলার্শিপ আবেদনের জন্য শর্ত ও যোগ্যতা

  • পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই স্কলারশিপের আবেদন করতে গেলে পড়ুয়াকে টেকনিকেল অথবা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে।
  • পড়ুয়া শেষ পরীক্ষায় অর্থাৎ উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক স্তরে ৫0% শতাংশ নম্বর পেতে হবে।
  • পড়ুয়ার পরিবারের বছরে আয় দুই লক্ষ ৫0 হাজার টাকার মধ্যে হতে হবে।
  • পড়ুয়া যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় অথচ বাইরের কোন রাজ্যে পড়াশোনা করে তাহলেও আবেদন করতে পারবে কিন্তু পড়ুয়াকে সময়ে সময়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায় বিভাগকে তার পড়াশোনার ব্যাপারে প্রয়োজনীয় আপডেট দিতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ অনলাইন আবেদন করার পদ্ধতি (Aikyashree scholarship 2022 23 apply)

এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার ঐক্যশ্রী স্কলারশিপ 2022 অনলাইন আবেদন কিভাবে করবেন?

স্টেপ-১: ঐকশ্রী পোর্টালে যেতে হবে

সবার প্রথমে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে কোন একটির ব্রাউজার ওপেন করুন এবং সেখানে লিখুন Aikyashree (ঐকশ্রী) এরপর সার্চ করুন।

ঐকশ্রী পোর্টাল

ওপরের ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন সবার প্রথমে আপনি ঐকশ্রী পোর্টালের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করুন।

স্টেপ-2: ঐক্যশ্রী পোর্টালের হোমপেজ থেকে নির্বাচন

ঐক্যশ্রী পোর্টালের হোমপেজে অনেকগুলি অপশন দেখতে পাবেন এরমধ্যে আপনাকে স্টুডেন্ট এরিয়া (Student Area) অপশনে ক্লিক করতে হবে।

Aikyashree Portal

ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি ওই নির্দিষ্ট জায়গায় লাল দাগ দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করুন।

স্টেপ-3: ঐক্যশ্রী স্কলার্শিপ নতুন আবেদনের জন্য সিলেকশন

আপনার সামনে যে নতুন পেজটি ওপেন হয়েছে সেখানে আপনি আরও কিছু নতুন নতুন অপশন দেখতে পাবেন।

Aikyashree-new-registration

এখান থেকে নতুন আবেদন করার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন (যেখানে লাল দাগ দেওয়া রয়েছে) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ-4: জেলা নির্বাচন

এবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট আপনার স্ক্রিনে দেখতে পাবেন এর মধ্যে আপনি যেই জেলায় পড়াশোনা করেন সেই জেলা নির্বাচন করুন।

Aikshree Portal District Select

এখানে জানিয়ে রাখি আপনি যে জেলায় বাস করুন না কেন, যেই জেলাতে পড়াশোনা করছেন সেই জেলা সিলেক্ট করুন।

স্টেপ-5: ঐক্যশ্রী ফর্ম পূরণ ১ম পাতা (Aikyashree Student Registration)

এবার আপনার সামনে ঐক্যশ্রী স্কলারশিপ ফরম এর প্রথম পাতা আসবে। এটি ভালোভাবে পূরণ করতে হবে।

aikyashree from
  • প্রথম বক্সে স্থায়ী ঠিকানা অনুসারে রাজ্য আগে থেকেই লেখা থাকবে।
  • দ্বিতীয় বক্সে স্থায়ী ঠিকানা অনুসারে জেলা সিলেক্ট করতে হবে।
  • তৃতীয় স্টেপে আপনি যে এলাকায় থাকেন সেটি ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সেটি সিলেক্ট করতে হবে।
  • স্টুডেন্ট ইনফর্মেশন এরিয়ার প্রথম বক্সে ছাত্র অথবা ছাত্রীর নাম তিনটি বক্সে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অনুসারে লিখতে হবে।
  • পরের বক্সে পিতার নাম।
  • তার ডান দিকের বক্সে মায়ের নাম।
  • নিচে থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে।
  • তার ডান দিকের বক্সে ধর্ম সিলেক্ট করতে হবে।
  • এর নিচের বক্সে জন্মতারিখ লিখতে হবে।
  • তার ডান দিকের বক্সে মোবাইল নাম্বার লিখতে হবে।
  • এর নিচের বক্সে ব্যাংক একাউন্টের নাম্বার লিখতে হবে।
  • ডানদিকের বক্সে পুনরায় ব্যাংক একাউন্টের নাম্বার লিখতে হবে।
  • তার নিচের বক্সে ব্যাঙ্কের আইএফএসসি কোড দিতে হবে।
  • তার নিচের বক্সে ইমেজ কোড লিখতে হবে।
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনার সামনে একটি দ্বিতীয় পেজ ওপেন হবে।

স্টেপ-6: ঐক্যশ্রী স্কিম এলিজিবিলিটি ফরমটি পূরণ করুন

এবার আপনার সামনে যে ফরমটি ওপেন হয়েছে সেটি হলো “ঐক্যশ্রী স্কীম এলিজিবিলিটি ফর্ম” এই ফরমটি পূরণ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

ঐক্যশ্রী স্কীম এলিজিবিলিটি ফর্ম
  • সবার প্রথম আপনার বাড়ি যেই জেলাতেই হোক না কেন আপনি যে জেলায় পড়াশোনা করছেন সেই জেলা সিলেক্ট করুন।
  • আপনার শিক্ষা প্রতিষ্ঠান যেই এলাকায় অবস্থিত সেটি ব্লক এলাকা অথবা মিউনিটি মিউনিসিপ্যালিটি এলাকা সেটি সিলেক্ট করুন।
  • দ্বিতীয় বক্সে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান নাম নির্বাচন করুন।
  • এর নিচের বক্সে আপনি বর্তমানে কোন শ্রেণীতে পড়াশোনা করছেন সেটি সিলেক্ট করুন।
  • এর নিচের বক্সে আপনি শেষ কোন পরীক্ষায় পাশ করেছেন সেটি সিলেক্ট করুন।
  • এর নিচের বক্সে আপনি যে পরীক্ষায় পাশ করেছেন সেই পরীক্ষার বোর্ড, অথবা কাউন্সিল, অথবা বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করুন।
  • এর নিচের বক্সে আপনি কোন বছর পাশ করেছেন সেই পরীক্ষার বছর সিলেক্ট করুন।
  • এর নিচের বক্সে আপনি কত শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন সেটি লিখুন।
  • এর নিচের বক্সে আপনার পরিবারের বার্ষিক আয় কত সেটা লিখুন।
  • এর নিচের বক্সে ইমেইল আইডি লেখার জায়গা রয়েছে যদি ইমেইল আইডি থাকে তাহলে লিখুন যদি না থাকে তাহলে লেখার দরকার নেই।
  • এর নিচের বক্সে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  • তার নিচের বক্সে আপনার তৈরি করা পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এখানে একটা কথা জানিয়ে রাখি যদি কোন ছাত্র অথবা ছাত্রী অন্তিম পরীক্ষায় 60% নাম্বার পেয়ে থাকে, তাহলে তার আবেদনটি নির্জন এভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আওতায় চলে আসবে।

স্টেপ-7: আপনার অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করুন

এই ফরমটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন।

এই অ্যাপ্লিকেশন আইডি টি ভালোভাবে লিখে রাখুন।

স্টেপ-8: লগইন করার পদ্ধতি

এবার আপনাকে ঐকশ্রী পোর্টালে লগইন করতে হবে, লগইন করার জন্য এই পেজের অ্যাপ্লিকেশন আইডি নিচে লগইন বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন।

Akyashree Portal Log In

লগইন করার পর স্টুডেন্ট লগইন নামের একটি সেকশন এই পেজের ডান দিকে দেখতে পাবেন। ওখানে আপনাকে..

  • সবার প্রথম বক্স হল ইউজারনেম, এই বক্সে আপনার অ্যাপ্লিকেশন আইডি লিখুন।
  • এর নিচের বক্সে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেটি লিখুন।
  • একাডেমিক সেশন 2022-23 যেমন সিলেট রয়েছে ওই রকম ভাবেই ছেড়ে দিন।
  • আপনার জেলা যেরকম সিলেক্ট হয়েছে ওরকম ভাবে ছেড়ে দিন।
  • তার নিচের বক্সে উপরে দেওয়া কোড লিখুন।
  • এবং তার নিচে লগইন বাটনে ক্লিক করুন।

স্টেপ-9: ওটিপি পূরণ করুন

otp complete

ফরম পূরণ করার সময় আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে, এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-10: ওয়েলকাম পেইজ

এবার আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে একটির পর একটি কাজ আপনাকে সম্পূর্ণ করে যেতে হবে।

Fresh_Renewal Apply Process SVMCM PRE & POST Matric

এই পেজের উপরের ডান দিকের কোণে আপনার অ্যাপ্লিকেশন আইডি টি দেখতে পাবেন। এবার আপনাকে বেসিক ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন।

স্টেপ-11: বেসিক ইনফরমেশন পূরণ

এই পেজের বেশকিছু বক্স নিজে নিজেই ভর্তি হয়ে থাকবে আপনাকে সামান্য কিছু তথ্য দিয়ে খালি বক্স ভর্তি করতে হবে।

Aikyashree Scholarship 2022-23 Fresh_Renewal Apply Process SVMCM PRE & POST Matric
  • বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন অর্থাৎ আপনি বিবাহিত হলে ম্যারেড অবিবাহিত হলে আনম্যারেড সিলেক্ট করুন।
  • ডানদিকের বক্স তে বিবাহিত হলে স্বামীর নাম লিখুন অবিবাহিত হলে পিতার নাম লিখুন।

এবার পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। স্ক্রল করে নিচে নামানোর পর স্থায়ী ঠিকানার বিশদ বিবরণ দেওয়ার অপশন পাবেন।

  • স্থায়ী ঠিকানার ঘরে স্থায়ী ঠিকানা লিখুন।
  • ডানদিকের বক্সে পোস্ট অফিসের নাম লিখুন।
  • থানা লেখার বক্সে আপনার স্থায়ী ঠিকানার থানা লিখুন।
  • তার ডান দিকের বক্সে পোস্টাল পিন কোড লিখুন।

আমার পেজটিকে কিছুটা স্ক্রল ডাউন করে নিচে নামুন, নিচে নামার পর আপনার বর্তমান ঠিকানাটা তথ্য দিতে হবে।

আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে বর্ধমান ঠিকানার বিশদ তথ্য তার ডান দিকে একটি ছোট বক্স দেখতে পাচ্ছেন, ওই বক্সে টিক করে দিন। আর যদি দুটো ঠিকানা আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আবার পুনরায় আপনার বর্তমান ঠিকানা তথ্য বক্সে একটির পর একটি লিখে দিন।

সাবমিট করার আগে আইডেন্টিফিকেশন এর প্রুফ হিসাবে আপনাকে যে কোন একটি ডকুমেন্ট সিলেক্ট করে সেই ডকুমেন্ট নাম্বার ডানদিকের বক্সে লিখতে হবে। এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-12: অ্যাক্যাডেমিক ইনফর্মেশন এর তথ্য পূরণ

এবার আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে আপনার শিক্ষা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

যদি আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান ও পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান একই হয়ে থাকে তাহলে আপনাকে শুধু পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম এর ডান দিকে একটি ছোট্ট বক্স দেখাবে ওই বক্সে টিক লাগতে হবে।

আর যদি আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান এবং আগের শিক্ষাপ্রতিষ্ঠান আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আপনি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান তথ্য নির্দিষ্ট বক্সগুলোতে পূরণ করে দিন।

একটু নিচের দিকে আসলে আপনি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান তথ্য পূরণ করার জায়গা পাবেন।

এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বর্তমান ক্লাস অথবা কোর্সের নাম, এবং বর্তমান শিক্ষাবর্ষ আগে থেকেই সিলেট হয়ে থাকবে। আপনাকে শুধু তিনটি বক্স সিলেক্ট করতে হবে। আপনি কি হোস্টেলে থাকেন সেটি হ্যাঁ অথবা না এ সিলেক্ট করুন। আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন বোর্ড/ কাউন্সিল এর সঙ্গে যুক্ত সেটি নির্বাচন করুন। এবং আপনার কোর্স এর সময়কাল কত সেটি সিলেক্ট করে, সাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-13: ব্যাংক একাউন্ট ভেরিফিকেশন

আবার আপনার সামনে পুনরায় আপনার ব্যাংকিং ইনফরমেশন তথ্য দেখাবে যদি এর মধ্যে কোথাও কোন ভুল থাকে সেটি সংশোধন করে নিচের বাঁদিকে একটি ছোট্ট ডিক্লেয়ারেশন বক্স দেখতে পাবেন, ওটিতে টিক লাগিয়েসাবমিট বাটনে ক্লিক করুন।

স্টেপ-14: আপনার অ্যাপ্লিকেশন লক করুন

এবার আপনার সামনে যেই পেইজ টি ওপেন হবে সেখানে আপনার দ্বারা পূরণ করা সমস্ত তথ্য দেখাবে।

সমস্ত তথ্য পেয়েছে কে ভালোভাবে মিলিয়ে নিন যদি কোথাও কোন ভুল থাকে সেটি সংশোধন করে নিন। এবং সবশেষে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড এণ্ড লক অপশনে ক্লিক করে লক করে দিন।

জেনে রাখুন একবার অ্যাপ্লিকেশন লক হয়ে যাওয়ার পর আর কিন্তু কোনোরকম সংশোধন করতে পারবেন না।

স্টেপ-15: অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করুন

অ্যাপ্লিকেশন লক করে দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করার অপশন পাবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিন।

স্টেপ-16: অ্যাপ্লিকেশন বিদ্যালয়ে জমা দিন

প্রিন্ট করা অ্যাপ্লিকেশনটিতে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রী সই করতে হবে, এবং ওই ছাত্র-ছাত্রীর অভিভাবকের সই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিন।

এই হলো সম্পূর্ণ পদ্ধতি যে পদ্ধতিতে আপনি ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন সম্পূর্ণ আবেদন করতে পারবেন।

ঐক্যশ্রী স্কলারশিপ status check

কিছুদিন পর আপনারা পুনরায় ঐকশ্রী পোর্টালে এসে আপনাদের ঐকশ্রী স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনাকে ঐকশ্রী পোর্টালের হোমপেজে আসতে হবে।

উপরের মেনুবারে ট্রাক ইউর অ্যাপ্লিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনি আপনার অ্যাপ্লিকেশন এ ডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (ঐক্যশ্রী স্কলারশিপ status check) দেখতে পাবেন।

ঐক্যশ্রী হেল্পলাইন নম্বর

ফোন (টোল ফ্রি): 1800-120-2130 ছাড়াও আপনারা এই লিঙ্কে ক্লিক করে ঐক্যশ্রী হেল্পলাইন নাম্বার ও ঐক্যশ্রী হেল্পলাইন ইমেইল এর ব্যাপারে বিস্তারিত জানতে পারেন

ঐক্যশ্রী হেল্পলাইনএখানে ক্লিক করুন

বন্ধুরা আপনি আশা করুন এই পেজটি ঐক্যশ্রী স্কলার্শিপ অনলাইন আবেদন করার জন্য সমস্ত রকম সাহায্য করেছে আপনি চাইলে এই পেজটি আপনার পরিচিতদের শেয়ার করতে পারেন নিচে শেয়ার অপশন রয়েছে।

FAQ – Aikyashree Scholarship 2022 ঐক্যশ্রী 2022-23

aikyashree scholarship 2022 23 start date

15 ই আগস্ট 2022 (15th August 2022)

ঐক্যশ্রী কত টাকা

ঐকশ্রী সর্বনিম্ন 11 হাজার থেকে সর্বোচ্চ 33 হাজার টাকা দেওয়া হয়

ঐক্যশ্রী হেল্পলাইন নাম্বার

ফোন (টোল ফ্রি): 1800-120-2130

Leave a Comment