কৃষক বন্ধু স্টেটাস চেক অনলাইন | Krishak Bandhu Status Check in Bangla

হ্যালো বন্ধুরা, আজ আমরা কৃষক বন্ধু স্টেটাস চেক (Krishak Bandhu Status Check in Bangla) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। যদি আপনি দুয়ারে সরকার প্রকল্পে কৃষক বন্ধু এর জন্য আবেদন করে থাকেন সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা বাতিল হয়েছে কিনা তা আপনি জানতে পারবেন।

আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন এবং আপনাদের ব্যাংক একাউন্টে যদি প্রথম কিস্তির ২ হাজার টাকা বা ৫ হাজার টাকা একাউন্টে না পেয়ে থাকেন। তাহলে কি করতে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব।

আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক একরের কম জমি থাকলে ২ হাজার করে ৪ হাজার টাকা, এবং এক একরের বেশি জমে থাকলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার একাউন্টে ঢুকলো কি না বা টাকা পাঠানো হলো কি না, এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস কি হয়েছে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

কৃষক বন্ধু স্টেটাস চেকে (Krishak Bandhu Status Check in Bangla) এর জন্য আপনাদেরকে প্রথমে নিতে হবে এন্ড্রয়েড মোবাইল,ল্যাপটপ/ডেস্কটপ। তাহলেই আপনারা বাড়িতে বসে কৃষক বন্ধু স্টেটাস চেক (Krishak Bandhu Status Check in Bangla) করতে পারবেন।

কৃষক বন্ধু স্টেটাস চেক কিভাবে করবেন? (Krishak Bandhu Status Check in Bangla)

কৃষক বন্ধু স্টেটাস চেক (Krishak Bandhu Status Check in Bangla) কিভাবে করবেন তা আমরা এখানে কিছু চিত্র সহ স্টেপ বাই স্টেপে আপনাদেরকে বুঝিয়া দেবো, যাতে আপনারা বাড়িতে বসেই আপনাদের কৃষক বন্ধুর স্টেটাস চেক (Krishak Bandhu Status Check in Bangla) করতে পারবেন।

স্টেপঃ ১ (কী ভাবে হোম পেজে আসবেন?)

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

প্রথম আপনাকে ফোনের গুগল সার্চ বক্সে আসতে হবে। তারপর সার্চ বক্সে krishakbandhu.net লিখে সার্চ করতে হবে। দেখবেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর কৃষক বন্ধু ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।

স্টেপঃ ২ (প্রয়োজনীয় অপশন বেছে নিন)

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

তারপর পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য লিখা আছে। ওই নথিভুক্ত তথ্যে আপনাকে ক্লিক করতে হবে।

স্টেপঃ ৩ (কী ভাবে করবেন?)

ক্লিক করার পর অন্য একটি পেজে চলে আসবেন। ওই পেজে প্রথমে লিখা আছে কৃষক বন্ধু, তার ঠিক নিচে লিখা আছে সার্চ ভোটার কার্ড। ভোটার কার্ডের নিচের বামদিকে আছে একটি খালি বক্স, বক্সের মধ্যে আপনার ভোটার কর্ডের নাম্বার লিখতে হবে।

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

ঠিক তার ডানদিকে আছে একটি ছোট খালি বাক্স এবং তার পশে লিখা আছে আই এম নট এ রোবট। আই এম নট এ রোবট দেবার কারণ হলো যে এই পেজে যা সার্চ করা হচ্ছে তা যেন হিউমান বা মানুষ দ্বারা হয়, আপনি কোনো রোবট কি না তা ভেরিফাই করা হয়।

স্টেপঃ ৪ (কোথায় ভোটার কার্ডের আইডি লিখতে হবে)

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

আপনি কৃষক বন্ধু আবেদন করার সময় যে ভোটার কার্ডের জেরক্স দিয়েছিলেন সেই ভোটার কার্ডের আই ডি টি ওই এন্টার ভোটার কার্ডের জায়গায় লিখা দিতে হবে। তারপর ডানদিকের ছোট বক্সে ক্লিক করলে কিছু ফটো উঠে আসবে। যেমন ধরুন এখানে বাইসাইকেল সিলেক্ট করতে হবে। বাইসাইকেলটির ফটো যে যে ঘরে আছে সেই ঘর গুলিকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে।

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

সিলেক্ট করার পর নিচে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হওয়ার পর আই এম নট রোবট এর আগে ঠিক চিহ্ন হয়ে যাবে। তারপর ডানদিকে যে সার্চ অপশন আছে তাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজে চলা যাবে।

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

স্টেপঃ ৪ (অনুমোদিত হয়েছে/বাতিল হয়েছে)

পরবর্তী পেজে আসার পর প্রথমে দেখাবে আবেদনকারীর কৃষক বন্ধু আইডি, কৃষকের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, কৃষকের জমির পরিমান, স্টেটাস এবং টাকা ব্যাঙ্ক একাউন্ট এ ঢুকেছে কি না।

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

এখানে স্টেটাস অ্যাপ্রুভ হয়েছে এবং ব্যাঙ্ক একাউন্ট এ টাকাও ঢুকেছে।

রেকর্ড নট ফাউন্ড হলে কী করবেন?

কৃষক বন্ধু স্টেটাস চেক | Krishak Bandhu Status Check in Bangla

আবার অনেক সময় ভোটার আইডি লিখে সার্চ করার সময় রেকর্ড নট ফাউন্ড দেখায়। যদি এমনটা দেখায় তাহলে আপনাকে দ্রুত তাড়াতাড়ি আপনার ভোটার কার্ড, আধার কার্ডে,ব্যাঙ্কের পাসবই ও জমির দলিল নিয়ে কৃষি দপ্তরে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

এইভাবেই আপনি বাড়িতে বসে মোবাইল ফোন বা ল্যাপটপ/ডেস্কটপের সাহায্য সহজেই আপনার কৃষক বন্ধুর স্টেটাস (Krishak Bandhu Status Check in Bangla) দেখতে পাবেন।

আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment