ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

হ্যালো বন্ধুরা, আজ আমরা ঐক্যশ্রী স্ট্যাটাস চেক (Aikyashree Scholarship Status Check 2022-2023) বিষয় নিয়ে আলোচনা করবো। ২০২২ এ ১৫ আগস্ট থেকে অনেক ছাত্র-ছাত্রী ঐক্যশ্রী স্কলার্শিপ এ ফ্রেস অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন আবেদন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তে জমা দিয়েছেন ভেরিফিকেশনের জন্য।

কিন্তু এপ্লিকেশন ভেরিফাইড হওয়ার পর ঐক্যশ্রী স্টেটাস চেক (Aikyashree Scholarship Status Check 2022-2023) করতে পারছেন না।। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো যে কি ভাবে বাড়িতে বসে একটি এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ/ডেস্কটপ এবং নেটওয়ার্কের সাহায্যে ফ্রেস এবং রেনুয়াল এপ্লিকেশন এর ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক (Aikyashree Scholarship Status Check 2022-2023) করবেন।

Aikyashree Scholarship Status Check
ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক 2022

কি এই ঐক্যশ্রী স্কলারশিপ?

পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী, কেবলমাত্র রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বিগত শিক্ষাবর্ষের পরীক্ষায় এবং পারিবারিক বাৎসরিক আয় দু’লক্ষ টাকা বা তার কম হলে তারা এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে।

ঐক্যশ্রী স্কলারশিপ এ ৩ ধরণের স্কলারশিপ রয়েছে, যথা-প্রি ম্যাট্রিক স্কলারশিপ ( প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত), পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (একাদশ শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত), মেরিট কাম মিনস স্কলারশিপ (কারিগরি / বৃত্তিমূলক পাঠ্যক্রম এর জন্য)।

ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

বাড়িতে বসে আপনারা কিভাবে ঐক্যশ্রী স্কলার্শিপ স্ট্যাটাস চেক করবেন তা আমরা চিত্রসহ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে নিতে হবে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ এবং ইন্টারনেট কানেকশন।

স্টেপঃ ১ (কোন লিঙ্কে ক্লিক করবেন?)

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

প্রথমেই আপনাকে যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারের গুগোল সার্চ অপশনে গিয়ে লিখতে হবে wbmdfcscholarship.gov লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখা যাবে সেটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট। ওই লিংকে আপনাকে ক্লিক করতে হবে।

স্টেপঃ ২ (হোমপেজে কিভাবে আসবেন?)

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

ওই লিংকে ক্লিক করার পর অন্য একটি পেজ খুলে যাবে। ওই পেজের প্রথমেই আছে বিশ্ব বাংলার লোগো, তার নিচে লিখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার নিচে লিখা আছে ঐক্যশ্রী এবং তার নিচে লিখা আছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সাম্প্রাদয়ের ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল।

স্টেপঃ ৩ (কোন অপশনে ক্লিক করবেন?)

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করেন তাহলে ঠিক আছে, যদি মোবাইল ব্যবহার করেন তাহলে ডানদিকের উপরে থ্রী ডট এ ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নেবেন। তারপর পেজটিকে নিচের দিকে করলে দেখতে পাবেন স্টুডেন্ট এরিয়া লিখা আছে, ওই স্টুডেন্ট এরিয়া তে ক্লিক করবেন।

স্টেপঃ ৪

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে দেখবেন ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল লিখা আছে। তারপর পেজ টিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর সবশেষে দেখবেন লিখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন।ওই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে।

স্টেপঃ ৫

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

ক্লিক করার পর পরবর্তী পেজে চলা আসবেন। ওই পেজের প্রথমে লিখা আছে select the district of your institute অর্থাৎ, আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় অবস্থিত সেই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে উদাহরণ স্বরূপ দক্ষিণ ২৪ পরগনা সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করব।

স্টেপঃ ৬

ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে চলে আসব এই পেজে প্রথমে লেখা আছে ট্রাক এন অ্যাপ্লিকেশন তার নিচে আছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, ঠিক তার ডান দিকের সিলেক্ট অপসন থেকে কোন ইয়ার এ আপনি রেজিস্ট্রেশন করেছেন তা আপনাকে সিলেক্ট করতে হবে।

তার নিচের ডিস্ট্রিক্ট লিখা আছে, ঠিক তার ডানদিকে সিলেক্ট অপসন থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নিতে হবে। তার নিচে আছে ট্র্যাক বাই, ঠিকই তার ডান দিকে আছে এপ্লিকেশন আইডি এবং মোবাইল নম্বর। এর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন।

তার নিচে আছে এপ্লিকেশন ইউসার আইডি, ঠিক তার ডানদিকে আছে ফাঁকা বক্স, ওই ফাঁকা বক্সে এপ্লিকেশন ইউসার এইড লিখে দিতে হবে। তার নিচে আছে এপ্লিকেশন ইউসার আইডি, ঠিক তার ডানদিকে আছে ফাঁকা বক্স, ওই ফাঁকা বক্সে এপ্লিকেশন ইউসার এইড লিখে দিতে হবে।

তারপর আছে ডেট অফ বার্থ, ঠিক তার ডানদিকের ফাঁকা বক্সে আপনার জন্ম তারিখ লিখতে হবে। ঠিক তার নিচে থাকা ক্যাপচা কোড ওই ফাঁকা বক্সে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

স্টেপঃ ৭

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

ইয়ার অফ রেজিস্ট্রেশনের জন্য আমরা ২০২২-২০২৩ সিলেক্ট করবো। ডিস্ট্রিক্ট হিসাবে উদাহরণ স্বরূপ দক্ষিণ ২৪ পরগনা সিলেক্ট করলাম। ট্র্যাক বাই এর অপশনে আমরা মোবাইল নম্বর সিলেক্ট করলাম, আপনার যদি ঐক্যশ্রী এপ্লিকেশন এর আইডিটি হারিয়ে ফেলেন তাহলে আপনি যেই মোবাইল নম্বরটি এপ্লিকেশন এ দিয়েছিলেন তা দিয়েও আপনি লগইন করতে পারেন।

এরপর, মোবাইল নম্বরটি লিখলাম। তারপর জন্মতারিখ লিখলাম। সবশেষে ক্যাপচা কোডটি লিখে সাবমিট অপশনে ক্লিক করলাম।

স্টেপঃ ৮

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

ক্লিক করার পর পরবর্তী পেজে চলা আসবেন। প্রথমেই লিখা আছে স্ট্যাটাস অফ এপ্লিকেশন। তার নিচে লিখা আছে এপ্লিকেশন আইডি, আবেনকারীর নাম আছে, কবে এপ্লিকেশনটি হয়েছিল তার তারিখ দেওয়া আছে, এপ্লিকেশন এর ফাইনাল সাবমিশনের তারিখ লিখা আছে, ইনস্টিটিউট নাম অর্থাৎ কলেজের নাম লিখা আছে, স্টেটাস অফ ইনস্টিটিউট লেভেল অর্থাৎ কলেজ এ ভেরিফিকেশন/অ্যাপ্রুভ হয়ে গেছে।

স্টেটাস অফ ডিস্ট্রিক্ট লেভেল অর্থাৎ জেলাতেও ভেরিফিকেশন/অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাংক একাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস অর্থাৎ ব্যাংক একাউন্ট ম্যাচ হয়ে গেছে। সবশেষ এ লিখা আছে স্টেটাস ফর পুশড টু আইএফএমএস ফর পেমেন্ট এবং ঠিক তার ডানদিকে লিখা আছে লট জেনারেটেড vide রেফারেন্স নম্বর- SPA0000160210xxxxxx104000004। এই ধরনের কিছু লিখা থাকলে জানবেন যে আপনার ব্যাঙ্ক একাউন্ট এ খুব শীঘ্রই টাকা চলে আসবে।

স্টেপঃ ৯

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

এখানে আরো একটি ঐক্যশ্রী স্টেটাস দেখলাম। যদি, ব্যাঙ্ক একাউন্ট ভ্যালিডেশন স্টেটাস Awating for response দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ব্যাঙ্ক থেকে এখনো রেসপন্স করা হয়নি, যখন রেসপন্স করবে তখন ম্যাচ দেখাবে।

স্টেপঃ ১০

ঐক্যশ্রী স্কলারশিপ স্টেটাস চেক | Aikyashree Scholarship Status Check 2022-2023

আবার অনেক সময় স্টেটাস এইরকম দেখালে অর্থাৎ যদি দেখায় ব্যাঙ্ক একাউন্ট ভ্যালিডেশন স্টেটাস নট ম্যাচ বাট চেকেড এন্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট, তাহলে জানবেন যে প্রথমে ম্যাচ হয়নি কিন্তু পরে ম্যাচ হয়েগেছে। যদি এমন দেখায় জানবেন যে আপনার টাকাও আপনার ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে।

বন্ধুরা, আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment