আর চিন্তা করার কারণ নেই এবার সরকারি প্রকল্পে সাইকেল দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে স্কুটি। কিভাবে আপনি স্কুটি প্রকল্পে আবেদন করবেন, বা স্কুটি প্রকল্পে আবেদন করার যোগ্যতা কি? সে বিষয়ে আমরা আলোচনায় আসব। সরকার জনগণের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন কল্যাণমূলক যোজনা চালিয়ে থাকেন। তার মধ্যে একটি কল্যাণমূলক যোজনা হল বিনামূল্যে স্কুটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিদের স্কুটি প্রদান করা হয়।
পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই সবুজ সাথী যোজনার মধ্য দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের সাইকেল দিয়ে আসছে। যাতে করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনরকম ব্যাঘাত না ঘটে। সেই একই উদ্দেশ্যে অন্যান্য রাজ্যের সরকার ও কাজ করে চলেছে। এবং আমাদের রাজ্যের তুলনায় অন্যান্য রাজ্যের সরকার আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছে, এই যেমন বিনামূল্যে স্কুটি যোজনা।
বিনামূল্যে স্কুটি যোজনার যোগ্যতা
পাঠকদের উদ্দেশ্যে আমরা এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাই বিনামূল্যে স্কুটি যোজনা সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নয়, যে সমস্ত ছাত্র-ছাত্রী শারীরিকভাবে বিকলাঙ্গ তাদের জন্য এই যোজনা শুরু করা হয়েছে। এর মধ্যেও জানিয়ে দিই সমস্ত বিকলাঙ্গ ব্যক্তিরা এই যোজনার আওতায় বিনামূল্যে স্কুটি পাবেন না, যে সমস্ত বিকলাঙ্গ ব্যক্তির কাছে শরীরের ৫০ শতাংশ ও তার বেশি বিকলাঙ্গ সার্টিফিকেট রয়েছে। তারাই একমাত্র বিনামূল্যে স্কুটি যোজনায় লাভ নিতে পারবেন।
বিনামূল্যে স্কুটি যোজনা কোন রাজ্যে চালু হয়েছে
বন্ধুরা এখানে জানিয়ে দিই বিনামূল্যে স্কুটি যোজনা শুধুমাত্র রাজস্থান রাজ্যে চালু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও এইরকম যোজনা শুরু করার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি গত কয়েক বছরে একাধিক যোজনা শুরু করেছেন। যেগুলো সফলতার সঙ্গে মানুষের মন জিতে নিয়েছে। আমরা আশা করব আগামী দিনে বিকলাঙ্গ ব্যক্তিদের অথবা বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্কুটি যোজনা আমাদের রাজ্য চালু হবে।
সরকারি যোজনা জনগণের সুবিধার্থে চালু করা হয়ে থাকে, সেই অনুযায়ী রাজস্থান রাজ্যের বিনামূল্যে স্কুটি যোজনা একটি দৃষ্টান্তমূলক যোজনা যা সমস্ত রাজ্যেই শুরু করা উচিত।