প্রকাশিত হল খাদ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি বেতন ৪০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা FCI Manager Recruitment 2022

FCI Recruitment 2022: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা এ আবেদনপত্র জমা করতে পারেন। এই পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? এবং কিভাবে আবেদন করবেন? সেবিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া রইল।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে বেশকিছু ম্যানেজার পদে নিয়োগের ব্যাপারে উল্লেখ রয়েছে। আজকে আমরা সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজার রিকুটমেন্ট ২০২২ এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এফসিআই এর তরফ থেকে জারি করা রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অন্তিম তারিখ 26 শে সেপ্টেম্বর ২০২২।

ইচ্ছুক প্রার্থীরা এই পেজ থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিকুটমেন্ট 2022 এর ব্যাপারে বিস্তারিত বিবরণ জানার পর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

খাদ্য দপ্তরে নিয়োগ
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিকুটমেন্ট 2022

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজার রিকুটমেন্ট ২০২২: অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার

Advt. No 02 /2022-FCI Category-II (বিজ্ঞাপন নং 02/2022-FCI বিভাগ-II). এখানে জানিয়ে রাখি যে কোনো জব নোটিফিকেশন পড়ার সময় সেটি তথ্য ভুল কিনা আপনি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর থেকে জানতে পারবেন। কারণ এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর একটি নির্দিষ্ট রিকুটমেন্ট কে আলাদা করতে পারে। কারণ এমনও হতে পারে প্রায় এই একই ধরনের পদের জন্য এফসিআই আরো একটি রিক্রুটমেন্ট পাবলিশ করল, সেই সময় আপনি এই রিকুটমেন্ট নাম্বার ধরে আপনার নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন কোন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

ম্যানেজার পদ (জেনারেল/ ডিপো/ মুভমেন্ট/ অ্যাকাউন্টস/ টেকনিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এই সব ম্যানেজার পদে নিয়োগের জন্য FCI এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজার রিকুটমেন্ট ২০২২: বেতন ক্রম

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে এই সমস্ত নির্দিষ্ট পথে যোগ্য প্রার্থীদের জন্য ট্রেনিং চলাকালীন অবস্থায় বেতনক্রম নির্ধারণ করেছেন 40000 টাকা, এই ট্রেনিং ছয় মাসের মধ্যে শেষ হবে। এবং ট্রেনিং শেষ হবার পর এখানে সর্বনিম্ন 40 হাজার থেকে এক লাখ 40 হাজার টাকা পর্যন্ত বেতনক্রম নির্ধারণ করা হয়েছে।

এফসিআই নিয়োগ 2022: বয়স সীমা

জেনারেল ম্যানেজার, Depot ম্যানেজার, একাউন্টস ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ার ম্যানেজার, এই সমস্ত পদগুলির জন্য সর্বাধিক বয়স 28 বছর নির্ধারণ করা হয়েছে। ম্যানেজার (হিন্দি) পদের জন্য সর্বাধিক বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 35 বছর।

জোন-ওয়াইজ এবং পোস্ট-ওয়াইজ শূন্যপদ:

ফুল কর্পোরেশন অফ ইন্ডিয়া আলাদা আলাদা জোন হিসাবে শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্যপদ গুলির উপর জাতিগত ভিতিত্তে নিয়োগের ব্যাপারে বর্ণনা করা হলো।

North Zone (উত্তর অঞ্চল):

মোট শূন্য পদ ৩৮

পদপদের বিবরণ
জেনারেল ম্যানেজারও বি সি ১, প্রতিবন্ধী ১ = মোট ২
ডিপোট ম্যানেজারএস সি ১, এস টি ১, ও বি সি ২, প্রতিবন্ধী ২ = মোট ৬
মুভমেন্ট ম্যানেজার ই ডব্লিউ এস ১, জেনারেল ৪, প্রতিবন্ধী ২ = মোট ৭
অকাউন্টস ম্যানেজারএস টি ৪, ও বি সি ২, ই ডব্লিউ এস ২, জেনারেল ৬, প্রতিবন্ধী ৩ = মোট ১৭
টেকনিকল ম্যানেজারএস সি ২, এস টি ৪, ই ডব্লিউ এস ১, জেনারেল ২, প্রতিবন্ধী ৩ = মোট ১২
সিভিল ইন্ঞ্জিনিয়ার ম্যানেজারও বি সি ১, ই ডব্লিউ এস ১, জেনারেল ১ = মোট ৩
ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ম্যানেজারজেনারেল ১ = মোট ১
হিন্দি ম্যানেজারজেনারেল ১ = মোট ১

West Zone (পশ্চিম অঞ্চল):

পদপদের বিবরণ
জেনারেল ম্যানেজারএস সি ১, জেনারেল ২ = মোট ৩
ডিপোট ম্যানেজারও বি সি ১, ই ডব্লিউ এস ১, জেনারেল ৪ = মোট ৬
মুভমেন্ট ম্যানেজার এস সি ২, ও বি সি ২, ই ডব্লিউ এস ১ = মোট ৪
টেকনিকল ম্যানেজারএস সি ১, এস টি ৩, জেনারেল ২ = মোট ৬

East Zone (পূর্ব অঞ্চল)

পদপদের বিবরণ
জেনারেল ম্যানেজারএস সি ১ = মোট ১
ডিপোট ম্যানেজারও বি সি ১, জেনারেল ১ = মোট ২
মুভমেন্ট ম্যানেজার এস টি ১, = মোট ১
অকাউন্টস ম্যানেজারএস সি ৩, এস টি ৩, ও বি সি ৩, ই ডব্লিউ এস ১ = মোট ১০
টেকনিকল ম্যানেজারএস সি ১, এস টি ১, ও বি সি ১, ই ডব্লিউ এস ১, জেনারেল ৩, প্রতিবন্ধী ১ = মোট ৮

North-East Zone (উত্তর-পূর্ব অঞ্চল)

পদপদের বিবরণ
জেনারেল ম্যানেজারএস সি ১, ও বি সি ৩, ই ডব্লিউ এস ১, জেনারেল ৪ = মোট ৯
ডিপোট ম্যানেজারজেনারেল ১ = মোট ১
অকাউন্টস ম্যানেজারএস সি ১, ও বি সি ২, জেনারেল ১, প্রতিবন্ধী ১ = মোট ৫
টেকনিকল ম্যানেজারজেনারেল ২, = মোট ২
সিভিল ইন্ঞ্জিনিয়ার ম্যানেজারজেনারেল ১ = মোট ১
হিন্দি ম্যানেজারজেনারেল ১ = মোট ১

ফুড কর্পোরেশন নিয়োগ 2022 শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

জেনারেল ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা তার সমতুল্য পরীক্ষায় 60% নম্বর থাকতে হবে। এই একই পদের এসসি/ এসটি/ প্রতিবন্ধী প্রার্থী দের জন্য 60% এর জায়গায় 55% নাম্বার গ্রাহ্য হবে।

ডিপোট ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা তার সমতুল্য পরীক্ষায় 60% নম্বর থাকতে হবে। এই একই পদের এসসি/ এসটি/ প্রতিবন্ধী প্রার্থী দের জন্য 60% এর জায়গায় 55% নাম্বার গ্রাহ্য হবে।

মুভমেন্ট ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা তার সমতুল্য পরীক্ষায় 60% নম্বর থাকতে হবে। এই একই পদের এসসি/ এসটি/ প্রতিবন্ধী প্রার্থী দের জন্য 60% এর জায়গায় 55% নাম্বার গ্রাহ্য হবে।

অকাউন্টস ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

ক) দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া; অথবা খ) দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া; অথবা গ) দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া এই তিনটির মধ্যে যেকোনো একটির সহযোগী সদস্যপদ থাকতে হবে।

অথবা

একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com এবং

(ক) স্নাতকোত্তর ফুল-টাইম এমবিএ (ফিন) ডিগ্রি / ডিপ্লোমা UGC/AICTE দ্বারা স্বীকৃত ন্যূনতম 2 বছর; অথবা (খ) স্নাতকোত্তর খণ্ডকালীন এমবিএ (ফিন) ডিগ্রি / ডিপ্লোমা (না দূরশিক্ষার প্রকৃতিতে) UGC/AICTE দ্বারা স্বীকৃত ন্যূনতম 3 বছর মেয়াদী; অথবা (গ) স্নাতকোত্তর এমবিএ (ফিন) ডিগ্রি/ডিপ্লোমা দূরত্ব অনুসারে শিক্ষা মোড UGC-AICTE- DEC যৌথ দ্বারা স্বীকৃত কমিটি।

টেকনিকল ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে, অথবা বিটেক ডিগ্রী/ বি এড ডিগ্রী খাদ্য বিজ্ঞানের উপর, বি টেক ডিগ্রী/বি এড ডিগ্রী/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর উপর, অথবা বিটেক ডিগ্রী/ বিএ ডিগ্রী বায়োটেকনোলজি, অথবা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, অথবা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা এগ্রিকালচার বায়োটেকনোলজি ডিগ্রী।

সিভিল ইন্ঞ্জিনিয়ার ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি।

ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি।

ম্যানেজার (হিন্দি) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা

হিন্দি আর ইংরেজি সাবজেক্ট এর উপর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী এছাড়াও পাঁচ বছরের কাজের এক্সপেরিয়েন্স।

আবেদন পদ্ধতি

অবশ্যই আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে হবে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ফোন নাম্বার ও ইমেইল আইডি থাকা প্রয়োজনীয়। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো যেখানে প্রার্থীকে সই করে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, এবং হাতের লেখা স্ক্যান করে আপলোড করতে হবে। যেকোনো প্রার্থী শুধুমাত্র যেকোনো একটি জোনের পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য ফি

এস সি/ এস টি/ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন আবেদন ফি জমা করতে হবে না। এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের অনলাইন আবেদন ফি 800 টাকা জমা করতে হবে। জমা করার পদ্ধতি গুলি হল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, ক্যাশ কার্,ড মোবাইল ওয়ালেট, ইউপিআই, এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করে ফি জমা করতে পারেন।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজার রিকুটমেন্ট ২০২২: নিয়োগ পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়া অনলাইন টেস্ট ইন্টারভিউ এবং ট্রেনিং এর মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে অনলাইন টেস্ট বিভাগ 1 বিভাগ 2 ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। অনলাইন পরীক্ষার জন্য যে সমস্ত বিষয় গুলির উপর জোর দিতে হবে সেগুলি হল,

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ২৫ নম্বর সময় ১৫ মিনিট।
  • যুক্তির ক্ষমতা ২৫ নম্বর সময় ১৫ মিনিট।
  • সংখ্যাগত যোগ্যতা ২৫ নম্বর সময় ১৫ মিনিট।
  • সাধারণ অধ্যয়ন* ভারতীয় ইতিহাস, ভারতীয় নিয়ে গঠিত অষ্টম শ্রেণি পর্যন্ত অর্থনীতি, ভূগোল ও সাধারণ বিজ্ঞান -20 প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স -5 প্রশ্ন মোট ২৫ নম্বর সময় ১৫ মিনিট।
  • মোট প্রশ্ন 100 নাম্বারের সময় 60 মিনিট অর্থাৎ এক ঘন্টা।

ট্রেনিংয়ের সময় সীমা

নিয়োগের আগে 6 মাস ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের প্রতি মাসে 40 হাজার টাকা হিসাবে বেতন দেয়া হবে।

এই নোটিফিকেশন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিফিকেশন – এখানে দেখুন

আবেদন করার জন্য – এখানে ক্লিক করুন

বন্ধুরা আমার মনে হয় এই পেইজটিতে কে আপনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত বিবরণ পেয়েছেন এই পেইজটি যদি ভালো লেগে থাকে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।

Leave a Comment