পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check

হ্যালো, বন্ধুরা আজ আমরা পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক (West Bengal Job Card List Check) সংক্রান্ত বিষয় এ আলোচনা করব। জব কার্ড হল ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 (NREGA) এর অন্তর্গত। পরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্প্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) নামে নামাঙ্কিত করা হয়। এটি হলো একটি ভারতীয় শ্রমিক আইন এবং সামাজিক নিরাপত্তার জন্য কাজের ব্যবস্থা নিশ্চিত করার অধিকারের পক্ষপাতী।

জব কার্ডের উদ্দেশ্য হল :

জব কার্ডের মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের অন্তত একজন সদস্যকে একটি আর্থিক বছরে 100 দিনের মজুরি কর্মসংস্থান তৈরি করে দিয়ে তা প্রদান করা। মূলত এটি গ্রামীণ ব্যবস্থায় যাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা হয়।

জব কার্ডের মাধ্যমে একাধারে যেমন দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের কর্মসংস্থান ঘটে, ঠিক তেমনি অপরদিকে স্ত্রী-পুরুষ নির্বিশেষে, কার্যপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে অভিবাসন এবং সামাজিক ন্যায্যতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এক্ষেত্রে যে সমস্ত কার্য সম্পাদন করা হয় তার মাধ্যমে, পরিবেশ রক্ষা, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক (West Bengal Job Card List Check) এর জন্য আপনাকে নিতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ/ডেস্কটপ এবং ইন্টারনেট নেটওয়ার্ক কানেকশন।

Job Card List Check
জব কার্ড লিস্ট চেক

কীভাবে পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক করবেন?

আপনি কীভাবে বাড়িতে বসে পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক করত পারবেন তা আমরা স্টেপ বাই স্টেপ চিত্র সহকারে বুঝিয়া দেবো।

স্টেপ : ১ Bowser এ জব কার্ড (Job Card) লিখুন

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

প্রথমে আপনাকে মোবাইলের ব্রাউজারের গুগল সার্চ অপশনএ গিয়ে jobcard লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে একটি লিংক চলে আসবে ওই লিংকের উপর ক্লিক করতে হবে।

স্টেপ : ২ ওয়েবসাইট এর হোম পেইজ

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

লিংকের উপর ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট এ চলে আসবেন।

স্টেপ : ৩ MSR Register অপশন এ যান

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

অফিসিয়াল ওয়েবসাইটএ আসার পর দেখবেন নিচের দিকে ”গ্রাম পঞ্চায়েত” নামে বড়ো একটি বক্স আছে। ওই বক্সের মধ্যে জেনারেট রেপোর্ট এর ডান দিকে এম এস আর রেজিস্টার নামে একটি অপশন আছে, ওই অপশনটির উপর ক্লিক করুন।

স্টেপ : ৪ জেলা সিলেক্ট করুন

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে আসার পর ভারতবর্ষের ৩৬ টি স্টেট অপশন আছে। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম, কারণ আমরা পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক (West Bengal Job Card List Check) করব।

স্টেপ : ৫ বক্স গুলি পুরন করুন

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর আমরা অন্য একটি পেজে চলে আসব। ওই পেজে লিখা আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল সেলেক্ট করেছিলাম। তার পর ফাইনান্সিয়াল বছর সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট/জেলা সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে, পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এর পর Proceed বাটন এ ক্লিক করুন।

স্টেপ : ৬ জব কার্ড লিস্ট দেখুন

পশ্চিমবঙ্গ জব কার্ড লিস্ট চেক | West Bengal Job Card List Check
.

পরবর্তী পেজে যাবার পর দেখবেন R1.Job Card/Registration লিখা আছে। ওই বিভাগের চার নম্বর অপশন এ Job card/Employment Register লিখা আছে, ওই অপশনটিতে ক্লিক করতে হবে।

স্টেপ : ৭ ফাইনাল জব কার্ড লিস্ট দেখুন

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে ২০২০-২০২৩ সালের যাদের নামে জব কার্ড আছে তাদের নামে দেখতে পাবেন।

আপনার নামটি আছে নাকি তা দেখার জন্য আপনাকে লাপটপের বা ডেস্কটপের ctrl+f প্রেস করে আপনার নাম সার্চ করুন। ওখানে আপনার নামে থাকলে নামের উপর হাইলাইট মার্ক হয়ে যাবে।

বন্ধুরা, আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment