বন্ধুরা আপনারা কি জানেন আগামী দু’মাসের মধ্যে আধার কার্ডের এই বিশেষ আপডেট না করলে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। আধার কার্ড সংস্থা ইউআইডিএআই (UIDI) এর তরফ থেকে একটি বিশেষ নোটিফিকেশন জারি করে এ বিষয়ে সাধারণ মানুষকে সজাগ করে দিয়েছে।
১লা জুলাই 2022 তারিখে ইউ আই ডি আই (UIDI) এর তরফ থেকে এই বিশেষ নোটিফিকেশন জারি করে আধার কার্ডের মধ্যে এই বিশেষ আপডেটটি করার কথা ঘোষণা করা হয়েছিল। এবং সেই নোটিফিকেশনে আগামী তিন মাসের সময় নির্ধারিত করা হয়েছিল। অর্থাৎ আপনার আধার আপডেট করার অন্তিম তারিখ ৩১সে সেপ্টেম্বর।
আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার আধার কার্ডের এই বিশেষ আপডেটটি না করেন তাহলে আপনার আধার কার্ড অকেজো হয়ে যাবে। আগামী দিনে কোন রকম কাজে আপনার আধার কার্ড গ্রাহ্য হবে না। অতএব যত শীঘ্র সম্বভ আপনাকে আপনার আঁধার কার্ডের এই বিশেষ আপডেট টি সম্পূর্ণ করতে হবে।
আধার কার্ডের এই বিশেষ আপডেট টি কি
আধার কার্ড যখন সর্বপ্রথম তৈরি হওয়া শুরু হয়েছিল সেই সময়কালীন কিছু আধার কার্ডে কিছু বিশেষ তথ্য যোগ করা বাকি রয়েছে। সেই সমস্ত তথ্য গুলি যোগ করার জন্য ইউআইডিএআই এর তরফ থেকে একটি বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়েছে।
বর্তমানে যে সমস্ত আধার কার্ড নতুনভাবে তৈরি করা হয় অথবা আপডেট করা হয় সে সমস্ত আধার কার্ড গুলিতে আপনার একটি আইডি প্রুফ যোগ করা হয়ে থাকে। এই যেমন ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ড যোগ করা রয়েছে।
কিন্তু শুরুর দিকে যে সমস্ত আধার কার্ড গুলি তৈরি হয়েছিল সেই আঁধার সমস্ত কার্ড গুলিতে কোন আইডি প্রুফ যোগ করা নেই আর সেই সমস্ত আধার কার্ড গুলিতে যেকোনো একটি আইডি প্রুফ ও এড্রেস প্রুফ যোগ করার জন্য ইউআইডিএআই এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে।
আমাদের মতে আপনার আধার কার্ড পুরানো অথবা নতুন যাই হোক না কেন আপনি একবার আপনার আধার কার্ডের তথ্যগুলি নিজে যাচাই করে নেবেন। কিভাবে যাচাই করবেন? এবং কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে একটি আইডি প্রুফ যোগ করবেন? সে বিষয়েও নিচে বর্ণনা করা হয়েছে।
কিভাবে আধার কার্ড আপডেট করবেন
বন্ধুরা এখানে জানিয়ে রাখি এই আধার কার্ড টি আপডেট আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই আপডেটটি করার জন্য আপনার কাছ থেকে 25 টাকা অনলাইন চার্জ নেওয়া হবে।
স্টেপ ১: ইউআইডিএআই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে UIDAI লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনার সামনে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে ওই লিংকের উপর ক্লিক করুন।
স্টেপ ২: আঁধার কার্ড ডাউনলোড করুন
আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবার পর একটু নিচে গেট আধার নামের একটি অপশন দেখতে পাবেন। এবং সেই অপশন এর ভেতর থেকে ডাউনলোড আধার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনাকে ডাউনলোড আধার অপশন এর উপর ক্লিক করতে হবে।
স্টেপ ৩: আধার পোর্টালে লগইন করুন
এই পেজে আপনাকে আধার পোর্টালে লগইন করতে হবে লগইন করার জন্য আপনার কাছে তিনটি আলাদা আলাদা বক্স ওপেন হবে সবার উপরের বক্সে আপনার আধার নম্বর লিখুন, এর নিচের বক্সে ক্যাপচা কোড লিখুন, তারপর সেন্ড ওটিপি বোতামের উপর ক্লিক করুন। আপনার আধারের সাথে লিংক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি এসএমএসের মাধ্যমে আসবে সেই ওটিপি সবার নিচের বক্সে লিখে লগইন বোতামে ক্লিক করুন।
স্টেপ ৪: মাই আধার পোর্টালে ডকুমেন্টস আপলোড করুন
মাই আধার পোর্টালে লগইন করার পর আপনি আপনার আধার প্রোফাইল দেখতে পাবেন। এই প্রোফাইল এর সব শেষে ডকুমেন্টস আপলোড নামের একটি অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।
স্টেপ ৫: নিজের ডকুমেন্টস ভেরিফাই করুন
উপরে দেওয়া এই স্ক্রিণে আসতে গেলে আপনাকে ডকুমেন্টস ভেরিফাই বোতামে ক্লিক করার পর দু’বার নেক্সট বোতাম ক্লিক করতে হবে। এবার আপনার সামনে আপনার নিজের ডকুমেন্টস দেখতে পাবেন ভালোভাবে চেক করার পর নিচে আমি ভেরিফাই করে নিয়েছি এই বোতামে ক্লিক করে, পেইজ টি নিচের দিকে স্ক্রল করুন।
স্টেপ ৬: ডকুমেন্টস আপলোড করার প্রক্রিয়া
এখানে সবার প্রথম যে সমস্ত ইনস্ট্রাকশন গুলি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ডকুমেন্টস আপলোড করার জন্য যে আইডি প্রুফ আপনি আপলোড করবেন সেই আইডি প্রুফএর ফাইল সাইজ যেন ২ MB এর বেশি না হয়, এবং সেই ফাইল এর ফরম্যাট জেপিইজি (JPEG), পিএনজি (PNG), অথবা পিডিএফ (PDF) হতে হবে।
পেইজ টি একটু নিচের দিকে স্ক্রল করলে সবার প্রথমে আপনি আপনার আইডেন্টিটি প্রুফ আপলোড করার অপশন পাবেন, আপনার তৈরি আইডেন্টিটি প্রুফ ফাইলটি এখানে আপলোড করুন। এর নিচে আপনি আপনার এড্রেস প্রুফ আপলোড করার অপশন পাবেন, আপনার তৈরি এড্রেস প্রুফ ফাইলটি এখানে আপলোড করুন।
ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর নিচে আপনি যে আপলোড করছেন সেই ভেরিফিকেশন বক্সে টিক্ লাগিয়ে নেক্সট বোতামে ক্লিক করুন।
স্টেপ ৭: পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন
এবার আপনার সামনে যে পেজটি খুলে আসছে সেই পেজের মাধ্যমে আপনাকে অনলাইনে 25 টাকা পেমেন্ট করতে হবে যার জন্য আপনাকে পেমেন্ট অপশন একসেপ্ট করে মেক পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৮: পেমেন্ট অপশন সিলেক্ট করুন
পেমেন্ট করার জন্য আপনি যে কোন অপশনই বেছে নিতে পারেন যেমন ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে, ওয়ালেট এর মাধ্যমে, অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে, অথবা ইউপিআই এর মাধ্যমে, এছাড়াও পেটিএম এর মাধ্যমে। আপনি যদি ইউপিআই সিলেক্ট করেন তাহলে আপনি আপনার ফোন পে, অথবা গুগোল পে এর মাধ্যমে 25 টাকা পেমেন্ট প্রক্রিয়া খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন।
স্টেপ ৯: আপনার স্বীকৃতি ডাউনলোড করুন
পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর ট্রানজেকশন স্ট্যাটাস সাক্সেস দেখাবে, এবং নিচে ডাউনলোড একনলেজমেন্ট নামের একটি অপশন দেখতে পাবেন ওখান থেকে আপনি অবশ্যই একটি রিসিভ কপি ডাউনলোড করে নিন।
স্টেপ ১০: আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের স্ট্যাটাস চেক কিভাবে করবেন
আপনি এখন পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টস গুলো আপডেট করেছেন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছেন, সেই ডকুমেন্টস গুলি ভেরিফিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পুনরায় মাই আধার ড্যাশবোর্ডের লগইন করতে হবে। লগইন করার পর ড্যাশবোর্ডের নিচের দিকে আপনার স্ট্যাটাস হিস্ট্রি দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ কিছু লিংক
UIDAI পোর্টাল | https://uidai.gov.in/ |
মাই আঁধার লগইন | https://myaadhaar.uidai.gov.in |
ডকুমেন্টস আপলোড অফিশিয়াল নোটিফিকেশন | এখানে দেখুন |
বন্ধুরা আমরা আশা করব আমাদের এই পেজটি আধার পোর্টালে ডকুমেন্টস আপলোড করে আপনার আধার ডকুমেন্টস আপডেট করার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। এই পেজটি ভালো লেগে থাকলে নিচে দেওয়া শেয়ার বোতামে ক্লিক করে শেয়ার করতে পারেন।