যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ | Yuvashree Prakalpa New List Check 2022

হ্যালো বন্ধুরা, আজ আমরা যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ২০২২ (Yuvashree Prakalpa New List Check 2022) নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগ যুবশ্রী প্রকল্প শুরু হয়। আমরা এটাকে সাধারণ ভাষায় বেকার ভাতা বলে থাকি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগ যুবশ্রী প্রকল্প শুরু হয়। আমরা এটাকে সাধারণ ভাষায় বেকার ভাতা বলে থাকি। অনেকেই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু, যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ২০২২ (Yuvashree Prakalpa New List Check 2022) আপনার নাম বেরিয়েছে কি না তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো।

Yuvashri List Check 2022
যুবশ্রী লিস্ট চেক 2022

কি এই যুবশ্রী প্রকল্প?

আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে, এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। বেকার ছেলে বা মেয়ে যে কেউ এই যুবশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। এমনকি যুবশ্রী প্রকল্প সব কাস্টের মানুষ জন অর্থাৎ, জেনারেল কাস্ট, এস সি কাস্ট, এস টি কাস্ট, ও বি সি সব ক্যাটাগরির মানুষ এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীরা ১৫০০ টাকা প্রত্যেক মাসে পাবেন।

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ (Yuvashree Prakalpa Natun List Check 2022) করার জন্য আপনাদেরকে প্রথমে নিতে হবে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ/ডেস্কটপ এবং নেটওয়ার্ক কানেকশন।

কীভাবে যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ২০২২ চেক করবেন?

আজ আমরা এখানে চিত্র সহকারে স্টেপ বই স্টেপে দেখিয়ে দেব কিভাবে আপনারা বাড়িতে বসে যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট ২০২২ চেক করতে পারবেন।

স্টেপঃ ১

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ | Yuvashree Prakalpa New List Check 2022

প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ব্রাউজারের গুগল সার্চ ওপেন করতে হবে। তারপর ওই সার্চ বক্সে employmentbankwb.gov.in লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখবেন EMPLOYMENT BANK এই রকম লিখা আছে , ওই লিঙ্কটির উপর ক্লিক করতে হবে।

স্টেপঃ ২

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ | Yuvashree Prakalpa New List Check 2022

লিংকের উপর ক্লিক করার পর যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।

স্টেপঃ ৩

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ | Yuvashree Prakalpa New List Check 2022

তারপর পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিখা আছে এবং লাল বক্সের সাহায্যে চিহ্নিত করা আছে। ওই লিখার উপর ক্লিক করতে হবে।

স্টেপঃ ৪

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক ২০২২ | Yuvashree Prakalpa New List Check 2022

ওখানে ক্লিক করার পর একটি লিস্ট ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। এই লিস্টে আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য ctrl+f প্রেস করলে একটি সার্চ অপসন চলে আসবে, এটা শুধু মাত্র ল্যাপটপ/ডেস্কটপ এর জন্য। যদি মোবাইল থেকে দেখেন তাহলে ডানদিকে উপরে একটি সার্চ অপশন থাকে ওখানে নাম লিখে সার্চ করতে হবে।

যদি আপনার নাম থাকে তাহলে আপনার নামটি হাইলাইট হয়ে যাবে। যদি আপনার নামে একাধিক নাম থাকে তাহলে আপনাকে এনরোলমেন্ট নম্বর, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সাব-ডিস্ট্রিক্ট অর্থাৎ উপজেলা চেক করতে হবে, যদি ঠিক থাকে তাহলে আপনি কন্ফার্ম হবেন।এরপর কিছু দিনের মধ্যে আপনার আকউন্ট এ টাকা চলে আসবে।

বন্ধুরা, আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment