প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

হ্যালো, বন্ধুরা আজ আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ (Pradhan Mantri Awas Yojana Gramin List 2022) নিয়ে আলোচনা করব। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হল কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি যোজনা। প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গ্রামে থাকা প্রত্যেক পরিবার ১ লক্ষ ২০ হাজার করে টাকা পেয়ে থাকেন বাড়ি বানানোর জন্য।

এই প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ (Pradhan Mantri Awas Yojana Gramin List 2022) এ কোন জেলায় কোন কোন পঞ্চায়েতের কোন কোন ব্যাক্তির নাম প্রকাশ হয়েছে, আপনার নাম এসেছে কি না এবং কারা টাকা পেয়ে গেছেন এবং কাদের বাড়ি তৈরি হয়ে গেলো তা কি ভাবে বাড়িতে বসে জানতে পারবেন সে বিষয়ে আজ আমরা আলোচনা করব।

বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ (Pradhan Mantri Awas Yojana Gramin List 2022) চেক করার জন্য আপনাকে নিতে হবে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ/ডেস্কটপ এবং আপনার ইন্টারনেট কানেকশন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট চেক
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট চেক

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ কিভাবে চেক করবেন?

আমরা এখানে অপনদেরকে স্টেপ বাই স্টেপ চিত্র সহ বুঝিয়ে দেব যাতে আপনার সহজেই প্রধানমন্ত্রী আবাস যোজন গ্রামীণ লিস্ট ২০২২ (Pradhan Mantri Awas Yojana Gramin List 2022) চেক করত পারবেন।

স্টেপ : ১ (লিংকে ক্লিক করুন)

এখানে নিচে লিংক আছে, ঐ লিংক এ ক্লিক করত হবে।

যোজনাপ্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmayg.nic.in/netiay/home.aspx

স্টেপ : ২ (প্রধান মন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে আসবেন)

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

ওপরে দেওয়া লিংক এ ক্লিক করার পর প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ চলে আসবেন।

স্টেপ : ৩ (রিপোর্টের উপর ক্লিক করুন)

অফিসিয়াল হোম পেজে আসার পর ”Awaassoft” নামের উপর ক্লিক করতে হবে যেটিকে আমরা লাল বক্সের মধ্যে চিহ্নিত করে রেখেছি। ক্লিক করার পর অনকগুলো অপশন আসবে তার মধ্যে ”Report” অপশনটিতে ক্লিক করত হবে।

স্টেপ : ৪ (বেনিফিসারী ডিটেলস এ ক্লিক করুন)

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

”রিপোর্ট” অপশন এ ক্লিক করার পর আপনি পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজটিকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লিখা আছে ”বেনিফিসারী ডিটেলস অফ ভেরিফিকশন”, তার উপর ক্লিক করত হবে।

স্টেপ : ৫ (স্টেট,জেলা,পঞ্চায়েত,বছর,যোজনা সিলেক্ট করুন)

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

ক্লিক করার পর আপনি অন্য পেজে চলা আসবেন। ওই পেজে সিলেকসন ফিল্টারস লিখা আছে। তার নিচের অপশন থেকে স্টেট, জেলা, পঞ্চায়েত, বছর, প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করতে হবে। তার নিচে থাকা প্রশ্নের উত্তর টাইপ কপচাতে লিখে, নিচে থাকা সাবমিট অপশন এ ক্লিক করতে হবে।

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

উদাহরণ স্বরূপ আমরা এখানে স্টেট- ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট- পশ্চিম মেদিনীপুর, পঞ্চায়েত- আমানপুর, বছর- ২০১৮-২০১৯, প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেলেক্ট করে কপচাতে উত্তর লিখার পর সাবমিটে ক্লিক করলাম।

স্টেপ : ৬ (বেনিফিসারি লিস্ট)

প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২২ | Pradhan Mantri Awas Yojana Gramin List 2022

সাবমিটে প্রথমে সিরিয়াল নম্বর আছে, বেনিফিসারীর নাম, যোজনার নাম/ফাইনান্সিয়াল বছর, হাউস স্ট্যাটাস অর্থাৎ বাড়ি কমপ্লিট হয়েছে দেখাছে, কত টাকা ট্রান্সফার হয়েছে তা দেখাবে, কতো তারিখে ট্রান্সফার হয়েছে তাও দেখাবে, নম্বর অফ ইন্সটলমেন্ট, ট্রান্সফার অমউন্টের লাস্ট ডেট, ইন্সপেকশন ডেট এবং ইন্সপেকশন অফিসার ইন্সপেকশন করেছে কি না তা জানা যাবে।

আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment