ফ্রি আঁধার ডকুমেন্টস আপডেট সময়সীমা বাড়ানো হলো, হাতে এলো লম্বা সময়। জেনে নিন লাস্ট ডেট

আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আধার কার্ডে ডকুমেন্টেশন আপডেট সম্পূর্ণ বিনামূল্যে নিজেরা ঘরে বসে করতে পারছেন আর এটা সম্পূর্ণ বিনামূল্যে করার অন্তিম তারিখ ইউআইডিআই এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ১৪ই জুন ২০২৩। কিন্তু অন্তিম তারিখের দু-তিন দিন আগে থেকে ইউআইডিআই এর মাই আধার ওয়েবসাইট কোনমতেই ওপেন হচ্ছিল না বা আপডেট হচ্ছিল না।

এখন প্রশ্ন হচ্ছে ১৪ই জুন ২০২৩ পার হয়ে গিয়েছে তাহলে কি আধার কার্ডে ডকুমেন্টেশন আপডেট করার জন্য পয়সা দিতে হবে। নাকি ইউআইডিআই এর তরফ থেকে ফ্রিতে আধার ডকুমেন্টেশন আপডেট করার সময়সীমা বাড়ানো হয়েছে।

আমরা এখানে পরিষ্কার জানাতে চাই আধার ডকুমেন্টেশন আপডেটস সম্পূর্ণ বিনামূল্যে সময়সীমা বাড়ানোর ব্যাপারে ইউ আই ডি আই এর ওয়েবসাইট বা টুইটার হ্যান্ডেল এ এখন পর্যন্ত কোন আপডেট করা হয়নি। কিন্তু আমাদের টিম আধার সার্ভিস সেন্টারে ১৯৪৭ নাম্বারে ফোন করে জানতে পারে যে, এই সময়সীমা বাড়ানো হয়েছে। কতটা বাড়ানো হয়েছে সে বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।

আঁধার কার্ডে কাদের ডকুমেন্টস আপডেট করা প্রয়োজন

যে সমস্ত আধার কার্ড হোল্ডারদের কার্ড আজ থেকে ১০ বছর আগে ইস্যু করা হয়েছিল, এবং এই বিগত ১০ বছরে আধার কার্ডে ঠিকানা ও ছবি কোন ভ্যালিড ডকুমেন্টস দিয়ে আপডেট করা হয়নি। তাদের আধার কার্ডে নতুন করে ডকুমেন্টেশন আপডেট করার প্রয়োজন আছে।

আর এই ডকুমেন্টেশন আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে জারি আছে। আপনি এখনো বাড়িতে বসে বা কোন সিএসসি সেন্টারে গিয়ে এই আপডেট করতে পারবেন। আপডেট করার জন্য আপনাকে যে কোন একটি সরকার স্বীকৃত ভ্যালিড আইডি কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। সবথেকে ভালো আপনি ভোটার আইডি কার্ড ব্যবহার করে নিন।

আঁধার কার্ডে ডকুমেন্টস আপডেট কিভাবে করবেন

সবার প্রথম আপনাকে myaadhar লিখে গুগলে সার্চ করতে হবে। সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে তার উপর ক্লিক করে ওপেন করুন। এবার আপনার সামনে মাই আধার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে আপনাকে লগইন অপশনে ক্লিক করে নিজের আধার নাম্বার, ক্যাপচা কোড ফিল করে, গেট OTP ক্লিক করতে হবে।

মাই আধার পোর্টালে লগইন হয়ে যাবার পর আপনি একটুখানি নিচের দিকে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট নামের একটি সেকশন। ওখানে ক্লিক করে আপনি ডকুমেন্ট আপডেট করার জন্য কোন আইডি প্রুফ দিচ্ছেন সেটি সিলেক্ট করে স্ক্যান কপি আপলোড করে দিতে হবে। তার পার আপনার ডকুমেন্টেশন আপডেট প্রক্রিয়ার ভ্যালিডেশন স্টেজে চলে যাবে। কয়েক ঘন্টা পর আপনি মাই আধার পোর্টালে লগইন করে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।

ফ্রী আঁধার ডকুমেন্টস আপডেট লাস্ট ডেট (নতুন) ১৪ই সেপ্টেম্বর ২০২৩

এখনো পর্যন্ত আপনাদের যেটা জানা ছিল আধার কার্ডে ডকুমেন্টেশন আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার লাস্ট ডেট ছিল ১৪ই জুন ২০২৩ সেটা আগামী ৩ মাস (৯০ দিন) বাড়ানো হয়েছে। অর্থাৎ পুনরায় যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ডে ডকুমেন্টেশন আপডেট করেননি ওনারা সম্পূর্ণ বিনামূল্যে আগামী ১৪ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই কাজ করতে পারবেন।

তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্টেশন আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আমাদের টিম একের অধিক বার আধার সার্ভিস সেন্টারে ফোন করে এই তথ্য জানতে পেরেছে।

Leave a Comment