মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে সামান্য টাকা রেখে পান সবচেয়ে বেশি সুদ, কারা রাখতে পারবেন এখানে টাকা

২০২৩ সালে কেন্দ্রের বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামে একটি নতুন স্মল সেভিংস স্কিম চালুর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া। কেন্দ্র সরকারের এই প্রকল্প চালুর পিছনের মূল উদ্দেশ্য হলো মহিলাদের বিনিয়োগে উৎসাহ বাড়ানো। ২০২৩ সালের ৩১ শে মার্চ একটি বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রকল্প কার্যকর হওয়ার বিষয়ে জানিয়েছিল কেন্দ্র সরকার। এই স্কিমের অধীনে শুধুমাত্র সিঙ্গেল হোল্ডার একাউন্ট খোলা যাবে, যা কোনো পোস্ট অফিস বা কোন অনুমোদিত ব্যাংক থেকে খুব সহজেই খোলা যেতে পারে।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম থেকে মহিলারা কি সুবিধা পাবেন, বা অ্যাকাউন্ট কোথায় কিভাবে খুলবেন, ম্যাচিউরিটি হয়ে যাবার পর টাকা কিভাবে তুলবেন, বা ম্যাচিউরিটির আগে টাকা তুলতে পারবেন কিনা, স্কিম চলাকালীন মহিলার মৃত্যু হলে টাকা পাবেন কিনা, এ সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব।

মহিলা সম্মান সেভিংস একাউন্ট কারা খুলতে পারবেন

এই যোজনার আওতায় ভারতবর্ষের যেকোনো মহিলা নিজের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক কন্যার জন্য তার অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ২০২৫ সালের ৩১ শে মার্চ বা তার আগেই ফ্রম ১ পূরণ করে একাউন্ট খুলতে হবে।

আপনি যদি ফ্রম ১ সম্বন্ধে অথবা এই যোজনা সম্বন্ধে বিস্তারিত জানতে চান, বা এই স্কিমের অধীনে নিজের অথবা কন্যার জন্য সঞ্চয়ে আগ্রহী হন তাহলে আপনার পাশাপাশি পোস্ট অফিস বা ব্যাংক এগিয়ে যোগাযোগ করুন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কীমে টাকা জমানোর উর্ধ্বসীমা

এই প্রকল্পে টাকা জমা করার সুযোগ শুধু মাত্র একবারই পাবেন এই নয় যে আপনি আজ কিছু টাকা জমা করবেন ও আগামী মাসে কিছু টাকা জামা করবেন। যেকোনো মহিলা একাউন্ট খোলার পর ন্যূনতম ১ হাজার টাকা জমা করতে পারেন। বা এক হাজার টাকার সার্টিফিকেট ক্রয় করতে পারেন। সর্বোচ্চ এই প্রকল্পে ২ লক্ষ টাকা জমা করা সম্ভব।

এই স্কিমের আওতায় যে কোন মহিলা একের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু তার জন্য প্রথম অ্যাকাউন্ট খোলার পর থেকে আগামী তিন মাস পর দ্বিতীয় একাউন্ট খোলার সুযোগ পাবেন। জানিয়ে রাখি একের অধিক অ্যাকাউন্ট খোলা সত্ত্বেও একজন মহিলা সমস্ত একাউন্ট মিলিয়ে সর্বসাকুল্যে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।

মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট সুদের হার

এই স্কিমের আওতায় সুদের হার হল ৭.৫%, জমা রাখার টাকা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হবে যা বাৎসরিক আপনার একাউন্টে জমা হবে।

উদাহরণ স্বরূপ আপনি যদি ১০ হাজার টাকা জমা রাখেন ম্যাচিউর হওয়ার পর ৭.৫ শতাংশ খুব সমেত আপনি পাবেন ১১৬০২ টাকা। সেই রকমই আপনি যদি ২ লক্ষ টাকা জমা করেন ওই একই সুদের হারে ম্যাচিউর হওয়ার পর আপনি পাবেন ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা।

এই যোজনায় অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে প্রথম বছরের পর মেয়াদ উত্তীর্ণের আগে আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি টাকা তুলতে পারবেন। ফর্ম ৩ পূরণ করে আপনার জমা টাকার সর্বোচ্চ চল্লিশ শতাংশ আপনি তুলতে পারবেন।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি একাউন্ট হোল্ডারের মৃত্যু হয় সেক্ষেত্রে সেই একাউন্টের নমিনি জমা টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই পোস্ট অফিস কর্তৃপক্ষ বা ব্যাংক কর্তৃপক্ষ একাউন্ট ফোল্ডারের মৃত্যুর সম্বন্ধে সমস্ত নথিপত্র ভেরিফিকেশন করে নেবেন।

সর্বশেষ জানিয়ে রাখি এই পাতা থেকে আপনি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। অতিরিক্ত তথ্যের জন্য আপনার পাশাপাশি পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।

Leave a Comment