নিশ্চিন্ত থাকুন বাড়ানো হলো আঁধার ডকুমেন্টেশন আপডেটের সময়সীমা, জেনে নিন নতুন শেষ তারিখ কবে

আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আধার কার্ডে কোন পরিবর্তন বা আপডেট করানোর জন্য আধার অনুমোদিত কেন্দ্রে গিয়ে কিছু পয়সা খরচ করতে হয়। কিন্তু বর্তমানে আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের কাজ চলছে। এবং ইউআইডিআই এর তরফ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ই জুন ২০২৩ পর্যন্ত বিনামূল্যে নিজের মোবাইল ফোন থেকেও এই আপডেট করতে পারবেন। কিন্তু তারপর আধার ডকুমেন্টেশন আপডেট করানোর জন্য আপনাকে বেশ কিছু পয়সা খরচ করতে হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনের অন্তিম মুহূর্তে এসেও প্রচুর পরিমাণ লোক আধার ডকুমেন্টেশন আপডেট করার চেষ্টা করছেন। কিন্তু সমস্যাটা হলো আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার কোনমতেই ভালোভাবে ওপেন হচ্ছে না, বা ডকুমেন্টস আপডেট করার সময় ভালোভাবে আপডেটই হচ্ছে না। এর একমাত্র কারণ হলো ওয়েবসাইটে প্রচুর পরিমাণ মানুষ একসাথে ভিজিট করার জন্য।

এবার প্রশ্ন হল বিগত এক দুদিন ধরে যারা হাজারো বার চেষ্টা করে ফেলেছেন কিন্তু সফলতার সঙ্গে আধার ডকুমেন্টেশন আপডেট সম্পন্ন করতে পারেননি। এছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জেনারা এই বিষয়ে এখনও খবরই জানেন না। তাহলে কি ইউআইডিআই এর তরফ থেকে বিনামূল্যে আধার ডকুমেন্টেশন আপডেট করার তারিখ কি বাড়ানো হবে।

কাদের আঁধার কার্ড আপডেট প্রয়োজন

আরো একবার জানিয়ে দিই এটা হল আধার কার্ড ডকুমেন্টেশন আপডেটস অর্থাৎ যে সমস্ত আধার কার্ড আজ থেকে ১০ বছর আগে ইস্যু করা হয়েছিল এবং তাতে নতুন করে কোনো আপডেট করা হয়নি। যেমন ফটো আপডেট, বা ঠিকানা আপডেট। তাহলে আপনাকে এই সময়সীমার মধ্যে পুনরায় আপনার আধার কার্ডটি আপডেট করার প্রয়োজন রয়েছে।

এখানে হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি গত ১০ বছরে আপনার ঠিকানার বদল করেননি। আগেও যেখানে বাস করতেন এখনও সেখানে বাস করছেন। কিন্তু এই দশ বছরে আপনার চেহারার তো পরিবর্তন ঘটেছে। তাই ইউ আই ডি আই অনুযায়ী আপনার ফটো আপডেট করার প্রয়োজন রয়েছে। যেটা আধার কার্ড ডকুমেন্টেশন আপডেট এর মধ্যে পড়ে।

বাড়ানো হলো আঁধার ডকুমেন্টেশন আপডেটের সময়সীমা

আমরা যদি আধার আপডেটের ইতিহাসে নজর রাখি তাহলে দেখতে পায় এর আগেও যখন আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক বা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক একইভাবে বিনামূল্যে আপডেট করার তারিখ নির্দিষ্ট সময়ের পরেও বাড়ানো হয়েছিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি পুনরায় আধার ডকুমেন্টেশন আপডেট এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনার নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে কত দিন বাড়ানো হয়েছে এই সময়সীমা, অর্থাৎ অন্তিম তারিখ কবে।

আধার ডকুমেন্টেশন আপডেট অন্তিম তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩

যেমনটা আমি আগেই বলেছি আধার ডকুমেন্টেশন বিনামূল্যে আপডেট করার অন্তিম তারিখ ছিল ১৪ই জুন ২০২৩ কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে সেই তারিখ বাড়িয়ে বর্তমানে অন্তিম তারিখ ঘোষণা করা হয়েছে ১৪ই সেপ্টেম্বর ২০২৩। অর্থাৎ আগামী ৯০ দিন (৩ মাস) এই ডেট বাড়ানো হয়েছে।

এখানে জানিয়ে রাখি, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আপনার হাতে আগামী তিন মাস সময় রয়েছে। আধার কার্ডে ডকুমেন্টেশন আপডেট করার জন্য। কোনোরকম ফাঁদে পা দেবেন না কোনরকম প্রতারণার শিকার হবেন না। যেমন সম্পূর্ণ বিনামূল্যে নিজের বাড়িতে বসেই আধার ডকুমেন্টেশন আপডেট করতে পারছিলেন। সেই রকম একইভাবে আগামী তিন মাস এই কাজ করতে পারবেন। হ্যাঁ, যদি আপনারা কোন সি এস সি সেন্টারে গিয়ে এই কাজ করেন তাহলে তাকে ন্যূনতম পয়সা ফি হিসেবে দিতে হবে।

Leave a Comment