কেন্দ্র রাজ্য কে দিল ৯০০০ কোটি টাকা আবার কি শুরু হবে ১০০ দিনের কাজ, নাকি আবাস যোজনা

সম্প্রতি সমস্ত রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্যকেও পঞ্চায়েত নির্বাচনের আগে তার বকেয়া ৯০০০ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে এই টাকা দিয়ে নতুন করে কি আবার ১০০ দিনের কাজ শুরু হবে? নাকি যে সমস্ত আবাস যোজনার বাড়ি তৈরির কাজ বাকি রয়েছে তাতে ব্যবহার করা হবে।

কোন যোজনা মূলক কাজ ও কল্যাণমূলক কাজের জন্য রাজ্যকে কেন্দ্র সরকার কোনরকম টাকা দিচ্ছেন না, এই দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকবার অনেক জায়গায় আন্দোলন করেছেন, ধরনা করেছেন। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে অনেক মঞ্চে অনেক কথা আলোচনা করেছেন। এই সমস্ত দাবির ভিত্তিতে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্র সরকার রাজ্যকে এত পরিমাণ টাকা দিয়ে অবাক করে দিল।

রাজ্যকে এই টাকা কেন

কেন্দ্রের অর্থ দপ্তর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ১২ জুন ২০২৩ টুইট করে সমস্ত রাজ্যকে কেন এবং কত টাকা দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সেই তথ্য অনুযায়ী সমস্ত রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা রাজ্য সরকারগুলিতে ট্যাক্স হস্তান্তর খাতে দেওয়া হয়েছে।

এই খাতে প্রাপ্য টাকার সাথে এক কিস্তির টাকা অগ্রিম যোগ করে পশ্চিমবঙ্গ সরকারকে মোট ৮ হাজার ৮৯৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জারি করা টুইট থেকে জানতে পারা যায়। এখানে বলে রাখি ভারতের সমস্ত রাজ্যগুলি তুলনায় উত্তর প্রদেশ অর্থাৎ যোগী সরকারের রাজ্য সবথেকে বেশি টাকা পেয়েছে, যার পরিমাণ হলো ২১ হাজার ২১৮ কোটি টাকা। প্রাপ্ত রাজ্যের তালিকায় সবচেয়ে কম পেয়েছে গোয়া, যার পরিমাণ হল ৪৫৭ কোটি টাকা।

এই টাকা কোন খাতে খরচ হবে

এবার পশ্চিমবঙ্গের মানুষদের সবচেয়ে বড় প্রশ্ন হল কেন্দ্র থেকে পাওয়া এই ৯০০০ কোটি টাকা কোন খাতে খরচ করা হবে। এখানে জানিয়ে দিই বরাদ্দ টাকা খরচ করার হিসেবেও কেন্দ্র থেকে করে দেয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যকে এই টাকা প্রদান করে দেওয়ার পর রাজ্য সরকার এই টাকা কোথায় খরচ করতে পারবে সে বিষয়ে কেন্দ্র পরামর্শ দিয়েছে।

কেন্দ্র সরকার অনুযায়ী প্রাপ্ত টাকা রাজ্য সরকার তাদের উন্নয়ন এবং কল্যাণমূলক কাজের ভিত্তিতে খরচ করবে। সঙ্গে অগ্রাধিকারমূলক প্রকল্প গুলিতেও এই টাকা খরচ করার কথা জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের দাবী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে প্রাপ্য টাকার সাথে সাথে প্রথম অগ্রিম কিস্তির টাকা দিয়ে রাজ্যের মানুষের মন জয় করার চেষ্টা করছেন। এতে কেন্দ্র সরকার এক ঢিলে দুই পাখি মারছেন, কারণ টাকা পাওয়ার পর রাজ্য সরকার ভোটের আগে মানুষের কাছে আর কেন্দ্রকে টিটকিরি করতে পারবেন না।

Leave a Comment