২৩ বছরের অপেক্ষা, অতঃপর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে গদর ২, জেনে নিন সিনেমার গল্প ও রিলিজ ডেট

GADAR 2 Release Date: দিনটা ছিল ১৫ জুন সাল ২০০১ তখনকার জনপ্রিয় বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত গদর হিন্দি সিনেমা সারা ভারতবর্ষের সিনেমা হলে মুক্তি পেলো। আমাদের দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই ভারত হিন্দু রাষ্ট্র ও পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সেই সময়কালীন বিভাজন এবং তার থেকে তৈরি দাঙ্গা, সন্ত্রাস এই নিয়ে শুরু হয় গদর মুভির প্রথম অংশ।

সিনেমা যত আগে এগোতে থাকে ততই আমরা দেখতে পাই সেই সময়কালীন দুই দেশের মধ্যে হিংসা দাঙ্গা হাঙ্গামার ঘটনা। অর্থাৎ এক কথায় বলতে গেলে গদর মুভি ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যে দন্দ চলেছে তার বেশ কিছু অংশ তুলে ধরেছিল। সেই সময় সানি দেওয়াল বলতে ভক্তরা অজ্ঞান। কারণ কয়েক বছর আগেই সানি দেওয়াল অভিনীত বর্ডার সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল।

তখনকার সময়ে এই সিনেমার নাম রাখা হয়েছিল গদর-এক প্রেম কথা, এত লড়াই দাঙ্গার মাঝেও ভালোবাসার জন্য মানুষ কি করতে পারে তাও দেখানো হয়েছিল এই সিনেমাতে। যা যুবকদের মনে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট।

সবচেয়ে বড় কথা আজ এত বছর পরেও সানি দেওয়াল অভিনীত গদর, বর্ডার এই সমস্ত সিনেমার নাম আসলে পুনরায় দেখার ইচ্ছে করে. সেই ভালবাসার জায়গা থেকেই পুনরায় তৈরি হয়েছে গদর মুভির দ্বিতীয় অংশ। অর্থাৎ গাদার ২ যা রিলিজ হতে চলেছে শীঘ্রই। ইতিমধ্যেই ৯ জুন ২০২৩ গদর ওয়ান সিনেমাটি নতুন কিছু ভিএফএক্স, 3D এফেক্টস, এবং ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করে পুনরায় সিনেমাতে রিলিজ করা হয়েছে।

তৎকাল সময়ে গদর মুভি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সানি দেওয়াল ও গদর মুভির ভক্তরা পুনরায় মুভিটি নতুন ভাবে দেখতে চাইলে দেখতে পারেন। যতবারই এই সমস্ত সিনেমা আমি নিজে দেখি না কেন ততবারই নতুন মনে হয় এবং বারবার দেখার ইচ্ছে হয়।

গদর 2 মুক্তির তারিখ ও ট্রেলার (GADAR 2 Release Date)

সম্প্রতি ইউটিউবে গাদার ২ মুভির অফিশিয়াল ট্রেলার লঞ্চ করা আছে হয়েছে, জি স্টুডিও ইউটিউব চ্যানেলে সেই ট্রেলার আপনারা দেখতে পারেন। আশ্চর্যের বিষয় একদিনের মধ্যে এই ট্রেলার ২০ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আগামী ১১ আগস্ট ২০২৩ গদর 2 (GADAR 2 ) সিনেমাটি রিলিজ করা হবে।

ট্রেলার অনুযায়ী সিনেমার গল্প ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়। তারা সিং (সনি দেওল) তার ছেলেকে আনতে পুনরায় পাকিস্তানে যান, তারপর শুরু হয় এই সিনেমার জম জামাত দৃশ্য। বাকিটা আপনার আন্দাজ করতে পারছেন কি হাতে পারে।

গদর 2 সিনেমার অভিনেতা অভিনেত্রী

এই সিনেমাতেও নায়ক অর্থাৎ তারা সিংয়ের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। নায়িকা অর্থাৎ সাকিনার চরিত্রে অভিনয় করছেন আমিশা প্যাটেল। এছাড়াও সানি দেওলের ছেলে চরঞ্জিত সিং এর ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। মুস্কান চরিত্রে অভিনয় করছেন সিমরত কৌর। বীরেন খান চরিত্রে অভিনয় করেছেন মনীশ ওয়াধওয়া ও অন্যান্য চরিত্রগুলিতে দেখা যাবে লাভ সিনহা, গৌরব চোপড়া, মীর সারোয়ার, রুমি খান, নিলোফার গেসাওয়াত, এই সমস্ত কলা কুশলীদের।

এত সবকিছুর মাঝে বড় আফসোসের কথা হলো গাদার ওয়ান সিনেমাতে ভিলেনের চরিত্র অভিনয়কারী অমরেশপুরি আজ আমাদের মধ্যে নেই। উনি ১২ই জানুয়ারী ২০০৫ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনার চরিত্রে অন্য কেউ অভিনয় করছে ঠিকই, কিন্তু আমাদের মনে হয় উনি থাকলে চরিত্রটি কে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।

Leave a Comment