প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ২০২৩: মোবাইল থেকে গোপনে জেনে নিন আপনার পাড়ায় কার একাউন্টে ঢুকলো টাকা

আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট চেক করতে চাইছেন, দেখতে চান আপনার পাড়ায় বা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের মধ্যে তাদের একাউন্টে ঢুকলো প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা। তাহলে আপনি নতুন ও পুরানো আবাস যোজনা লিস্ট নিজের মোবাইল ফোন দিয়ে ঘরে বসে খুব সহজে চেক করতে পারবেন। আসুন জেনে নি কিভাবে আপনি তা করবেন।

২০১৫ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল যাদের পাকা বাড়ি নেই সেই সমস্ত পরিবারকে পাকা বাড়ি নির্মাণ এর জন্য নগদ টাকা দিয়ে সাহায্য করা এবং বাড়ি নির্মাণের সমস্ত দায়িত্ব নেওয়া। সেই প্রকল্পের উদ্দেশ্যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা তে মোট তিন কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৪৬৮ পরিবার নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে ২ কোটি ৮৬ লক্ষ ২১ হাজার ৩৭৮ পরিবারের টাকা মঞ্জুর করে দেয়া হয়েছে। সর্বসাকুল্যে এখনো পর্যন্ত ২ কোটি ২৯ লক্ষ ৭৫৮ পরিবার আবাস যোজনার বাড়ি নির্মাণ সম্পূর্ণ করেছেন।

পিএমএঅয়াইজি (PMAYG) পোর্টাল
পিএমএঅয়াইজি (PMAYG) পোর্টাল

আপনাদের হয়তো জানা আছে বর্তমানে কেন্দ্র সরকার আবাস যোজনা সমেত বেশ কিছু সরকারি যোজনার সম্পুর্ন্য তথ্য রাজ্য সরকারের কাছ থেকে দাবি করেছেন। এবং কয়েক মাস আগে পুনরায় নতুন করে রাজ্যের অনেক পরিবারকে আবাস যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে নতুন করে কোন কোন পরিবার আবাস যোজনার সুবিধা ভোগ করতে চলেছে, তার লিস্ট আপনি কিভাবে চেক করবেন?

এখানে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট চেক করার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না, বা কোন গোপন পদ্ধতি অবলম্বন করতে হবে না। পিএমএঅয়াইজি (PMAYG) পোর্টাল থেকে আপনি খুব সহজেই প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট চেক করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ ফলো করতে হবে।

সবার প্রথম আপনাকে পিএমএওয়াইজি (PMAYG) লিখে গুগলে সার্চ করতে হবে, রেজাল্ট আসার পর সবার ওপরের ওয়েবসাইট ওপেন করতে হবে। তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পোর্টালের হোমপেজে চলে আসবেন।

এরপর আপনাকে উপরের মেনুবার থেকে অ্যাওয়াসফট অপশনটি খুঁজে বের রিপোর্ট অপশনএর উপর ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের সবার নিচে বেনি ফিসারি লিস্ট অপশনটির ওপর ক্লিক করতে হবে।

এবং শেষমেষ আপনি সেই পেজে চলে আসবেন যেখান থেকে লিস্ট চেক করতে পারবেন। কিন্তু তার আগে এই পেজের বামদিকে আপনাকে আপনার রাজ্য, জেলা, মহকুমা, অঞ্চল, ও গ্রামের নাম সিলেট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। ফাইনাল সিলেক্ট করার আগে অবশ্যই যোজনার নামটিও সিলেক্ট করে নেবেন।

Leave a Comment