PM Kisan Upadte: পিএম কিষান যোজনা তে এলো বড় আপডেট আগামী কিস্তি পাওয়ার আগে জেনে নিতে হবে

PM Kisan Portal New Update 2022: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অফিশিয়াল পোর্টালে একটি বড় আপডেট করা হয়েছে। এখনো পর্যন্ত আপনি যদি এই আপডেটে বিষয়ে না জেনে থাকেন তাহলে এই পাতাটি ভালোভাবে পড়তে থাকুন। আমি আপনাকে এখানে ধাপে ধাপে সমস্ত আপডেট জানিয়ে দেব। এবং আপনাকেও জানিয়ে দেবো আপনাকে আগামী কিস্তি পাওয়ার আগে কি করতে হবে?

প্রথমেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পর্টাল ভেতর যে আপডেটটি করা হয়েছে সেটির বিষয়ে আপনার জেনে নেওয়া প্রয়োজন। এর আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পর্টাল বেনিফিসারী স্ট্যাটাস চেক করার জন্য আধার কার্ড এর প্রয়োজনীয়তা অর্থাৎ আধার নাম্বার এর প্রয়োজন হতো। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে pm-kisan পোর্টালের ভেতর এই আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করার অপশনটি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বেনিফিসারী স্ট্যাটাস চেক করার জন্য শুধুমাত্র মোবাইল নম্বরই যথেষ্ট।

মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষান বেনিফিসারী স্ট্যাটাস চেক করার পদ্ধতি

অর্থাৎ এখন থেকে কৃষকরা pm-kisan বেনিফিসারী স্ট্যাটাস শুধুমাত্র তাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই চেক করতে সক্ষম হবেন। আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল নাম্বার এন্টার করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বেনিফিসারী স্ট্যাটাস চেক করতে পারবেন।

মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষান বেনিফিসারী স্ট্যাটাস চেক করার পদ্ধতি

এবার আমি আপনাকে কয়েকটি সহজ সরল ধাপের মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে pm-kisan বেনিফিসারী স্ট্যাটাস চেক করার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি। প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত কি করতে হবে সে বিষয়ে বিবরণ এবং সেই বিষয়ের ছবি সেই বিবরণের নিচে দেওয়া থাকবে।

স্টেপ 1: সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার এ যেতে হবে। এবং সেখানে লিখতে হবে PM Kisan. এরপর সার্চ করতে হবে।

PM Kisan - Google Search

স্টেপ 2: সার্চ করার পর আপনার ব্রাউজারে উপরে দেওয়া ছবির মত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এর লিংক দেখা যাবে, আপনাকে ওই লিংকের উপর ক্লিক করতে হবে।

স্টেপ 3: নির্দিষ্ট ওই লিংকের উপর ক্লিক করার পর আপনার সামনে pm-kisan পোর্টাল খুলে যাবে , এবার আপনি একটু নিচে দেখলে দেখতে পাবেন ফারমার্স কর্নার (Farmers Corner) নামের একটি সেকশন রয়েছে, এবং সেই সেকশনের মধ্যে আর একটি অপশন রয়েছে যেটি নাম হল বেনিফিসারী স্ট্যাটাস (Beneficiary Status)। আপনাকে বেনিফিসারী স্টেটাস অপশন এর উপর ক্লিক করতে হবে।

PM-kisan-portal

স্টেপ 4: বেনিফিসারী স্টেটাস (Beneficiary Status) অপশন এর উপর ক্লিক করা পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজে তিনটি আলাদা আলাদা বক্স রয়েছে সবার প্রথম বক্সে ক্লিক করে আপনাকে মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করতে হবে, দ্বিতীয় বক্সে আপনার pm-kisan রেজিস্টার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে, তৃতীয় বক্সে নিচের দেওয়া ইমেজ ক্যাপচা কোড টাইপ করে সবার নিচে গেট ডাটা (Get Data) বোতাম টি তে ক্লিক করতে হবে।

অন্তিম স্টেপ: উপরের সমস্ত ধাপগুলি ভালোভাবে ফলো করার পর যখন আপনি গেট ডাটা বাটনে ক্লিক করবেন আপনার সামনে আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বেনিফিসারী স্ট্যাটাস খুলে যাবে। এই স্ট্যাটাস পেজে আপনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, আপনার আধার নম্বর, আপনি কটা কিস্তি পেয়েছেন, আপনার ভেরিফিকেশন পদ্ধতি কি, এই সমস্ত তথ্য দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি আপনার বিগত কিস্তি এবং আগামী কিস্তির ব্যাপারে তথ্য পেয়ে যাবেন।

তো এই নতুন পদ্ধতি ব্যবহার করে কৃষক বন্ধুগণ তাদের pm-kisan বেনিফিসারী স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, এর আগে pm-kisan বেনিফিসারী স্ট্যাটাস চেক করার জন্য আধার নম্বর প্রয়োজনীয় ছিল। কিন্তু সরকারের তরফে এই সুবিধাটি কে আরও সহজ সরল বানানোর জন্য এই নতুন আপডেট নিয়ে আসা হয়েছে।

আমি আশা করব আমার এই লেখার মধ্য দিয়ে আপনি সমস্ত বিষয়টি পরিস্কার বুঝতে পেরেছেন আমার এই লেখাটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধু আত্মীয় পরিজনদের শেয়ার করতে পারেন।

Leave a Comment