রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন 2022 | Ration Card Status Check Online West Bengal in Bangla

হ্যালো,বন্ধুরা আজ আমরা এই পেজে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মানুষের রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) বিষয় নিয়ে আলোচনা করব। অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। তাই আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

রেশন কার্ড স্টেটাস চেক অনলাইনে (Ration Card Status Check Online West Bengal) এর জন্য কী কী নথির প্রয়োজন হবে,কোথায় যেতে হবে,কত টাকা লাগবে,কত সময় লাগবে,যদি অনলাইনে চেক করার পর বাতিল বা অসফলতা দেখায় তার পার কী করতে হবে তা নিয়ে আমরা আজ আলোচনা করবো।

রেশন কার্ড স্টেটাস চেক অনলাইনে (Ration Card Status Check Online West Bengal) চেক করার জন্য আমরা স্মার্টফোন,ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে পারি। কীভাবে আমরা এই স্মার্টফোন,ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্য নিয়ে রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) করবো এবং কি কি তথ্য লাগবে তা নিয়ে আজ আমাদের বিশেষ আলোচনা।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

অনলাইন রেশন কার্ড স্টেটাস চেক কোনো করবেন? (Ration Card Status Check Online West Bengal)

রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) কেনো করবেন,যখন আপনি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেন বা রেশন কার্ড এ থাকা ঠিকানা পরিবর্তন করতে চান বা রেশন কার্ডে থাকা ভুল সংশোধোন করতে চান তখন আপনি ফর্ম ৩বা ৪বা ৫ পূর্ণ করে জমা দেবার পর আপনি একটি নথি পাবেন।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

ওই নথিতে বারকোডের সিরিয়াল নম্বর থাকে, যার দ্বারা আপনি রেশন কার্ডের স্টেটাস দেখতে পাবেন, যেমন-রেশন কার্ডটি বাতিল হয়েছে কি না, রেশন কার্ডটি অনুমোদিত হইতাছে কি না, রেশন কার্ডটি বিচারাধীনে আছে কি না, কতো দিনে আপনি রেশন কার্ডটি পাবেন। এই জন্য রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) প্রয়োজন হয়।

রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন কী ভাবে করবেন? (Ration Card Status Check Online West Bengal in Bangla)

রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন (Ration Card Status Check Online West Bengal) এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে এন্ড্রয়েড মোবাইল ফোন/ল্যাপটপ/ডেস্কটপ এবং নিরাপদ নেটওয়ার্ক।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:১

এখন আপনাকে ব্রাউজারের গুগল সার্চ অপশনে গিয়ে ডাবলু বি পি ডি এস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে ডাবলু বি পি ডি এস-র লিঙ্ক খুলে যাবে, ওই লিঙ্ক এ ক্লিক করলে এগিয়ে বাংলা ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাই -এর হোম পেজ খুলে যাবে।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:২

ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাই-এর হোম পেজের ডান দিকের উপরে থ্রি ডট এ ক্লিক করে দিবেন। থ্রি ডট এ ক্লিক করার পর সিটিজেন অপশনে ক্লিক করবেন। সিটিজেন অপশনে ক্লিক করার পর চেক রেশন কার্ড এপ্লিকেশন স্টেটাস এ ক্লিক করতে হবে তার পর অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৩

এই ওপেন পেজের প্রথমে রোয়েছে চেক এপ্লিকেশন স্টেটাস, ঠিক তার নিচে আছে সিলেক্ট ফর্ম টাইপ এবং তার নিচে আছে বারকোড নাম্বার পূরণের জন্য খালি বক্স,বারকোড নাম্বার পূরণ ছাড়াও আরো একটি ঐচ্ছিক অপশন আছে যেখানে মোবাইল ফোন নম্বর দেওয়া যাবে।

সবশেষে নিচে ক্যাপচা কোড আছে, যেটি পূরণ করার পর সার্চ অপশন এ ক্লিক করলে আপনার রেশন কার্ড অনলাইন স্টেটাস চেক (Ration Card Status Check Online West Bengal) করতে পারবেন।

এখন আপনাকে সিলেক্ট ফ্রম টাইপ থেকে ফর্ম সিলেক্ট করতে হবে। যদি আপনার পরিবারের মধ্যে কোনো সদস্যা রেশন কার্ড না পেয়ে থাকা তাহলে তার জন্য ফর্ম-৩ সিলেক্ট করতে হবে,আপনার পরিবারের মধ্যে কেউ যদি বাদ গিয়া থাকে তাহলে ফর্ম-৪ সিলেক্ট করতে হবে,আর যদি আপনার পরিবারের কোনো সদস্যের ঠিকানা পরিবর্তন করতেচান তাহলে ফর্ম-৫ সিলেক্ট করতে হবে।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৪

সিলেক্ট ফর্ম টাইপ থেকে আপনার প্রয়োজনমতো ফর্ম সিলেক্ট করবেন। আমরা এখানে আমাদের প্রয়োজনমতো ফর্ম-৪ সিলেক্ট করলাম। এরপর, এন্টার ফুল (১৬/১০ ডিজিট) এপ্লিকেশন নাম্বার (বারকোড নম্বর) পূরণ করতে হবে। আপনি আগে আবেদন করে থাকেন তাহলে সেই নথিতে ১৬ ডিজিটের বারকোড নম্বর থাকবে।

যদি আপনি দুয়ারে সরকারে আবেদন করে থাকেন তাহলে ১০ ডিজিটের বারকোড নম্বর থাকবে। আপনার কাছে ১৬ বা ১০ সংখ্যার যেকোনো বারকোড থাকলে ওই বক্সে লিখা দেবেন। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো ১০ সংখ্যার বারকোড এপ্লিকেশন নম্বরটা লিখা নেবো। যদি আপনি এই দুটির এপ্লিকেশন নম্বর টি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়েগেছে তখন আপনি তার পরিবর্তে ফর্ম বা এপ্লিকেশন দেওয়া ফোন নম্বর দিতে পারেন। এরপর নিচে থাকা ক্যাপচা কোডটি টাইপ করে ফিল করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৫

পরবর্তী পেজ এ গিয়ে রেশন কার্ডের স্টেটাস দেখাবে।আমরা যেহেতু আমাদের নথি অনুযায়ী ফর্ম ৪ সিলেক্ট করেছিলাম এবং১০ সংখ্যার বার কোড ব্যবহার করেছিলাম সেই তথ্যা অনুযায়ীদেখাচ্ছে যে আমরা ফ্রম ৪ আবেদন করেছি,সিরিয়াল নাম্বার ওয়ান, কবে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে তার তারিখ দেখাচ্ছে এবং সেই আবেদন অনুমোদিত (Approved) হয়েছে দেখাচ্ছে। অনেক সময় আবার এই আবেদনের বাতিল(Reject) হতে পারে বা অনুমোদিত(Approved) হতে পারে বা বিচারাধীন (Pending) হতে পারে বা সংশোধনের(Rectification) জন্য ফেরত পাঠানো হয়েছে হতে পারে।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৬

যদি কখনো ফর্ম সিলেক্ট,বারকোড পুরোন/রেজিস্টার্ড ফোন নম্বর পুরোন, ক্যাপচা লিখার পর সার্চ অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে যাওয়ার পর যখন সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে দেখাবে তখন ওখানে ভিউ ডিটেলসের একটি অপশন দেখাবে,ওই অপশনে ক্লিক করলে আবেদনকারীর নাম, লিংঙ্গ ,ব্লক /পৌরসভা এবং রেশন ডিলার এর নাম দেখাবে, এই রকম দেখালে জানবেন যে আবেদনকারী শীঘ্রই রেশন কার্ডটি পেয়েযাবেন।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৭

আবার অনেক সময় সবরকম তথ্য পুরণের পর সার্চ অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে না গিয়া ওই পেজের সার্চ অপশনের নিচে দেখায় যে, আপনি আপনার আবেদনটি যে অফিসে জমা দিয়েছেন ওখানে এখনো অনলাইনে প্রবেশ(Entered) করেনি।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৮

যদি কখনো ফর্ম সিলেক্ট,বারকোড পুরোন/রেজিস্টার্ড ফোন নম্বর পুরোন, ক্যাপচা লিখার পর সার্চ অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে যাওয়া হয় অনেকে সময় বাতিল দেখায় তার কারন হলো, ফিলাপ ডেটার অসম্পূর্ণতার জন্য।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

স্টেপ:৯

আবার কখনো সব রকম তথ্য দেবার পর সার্চ অপশনে ক্লিক করা নেক্সট পেজে যাবার পর দেখায় যে প্রিন্টিং এর জন্য রেডি হচ্ছে, অর্থাৎ খুব শীঘ্রই আবেদনকারী রেশন কার্ডটি পেয়ে যাবে।

এইভাবে আপনি বা আপনার পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডের ফর্ম সিলেক্ট করার পর বারকোড সংখ্যা বা ফর্মে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পুরণের পর সার্চ এ ক্লিক করে আপনি রেশন কার্ড স্টেটাস চেক অনলাইনে (Ration Card Status Check Online in West Bengal) করতে পারবেন।

রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla

বন্ধুরা আমার মনে হয় এই পেজে যেভাবে আমি আপনাদের বর্ণনা দিয়েছি সেইমত পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Ration Card Status Check Online West Bengal in Bangla এই কাজটি সম্পন্ন করতে পারবেন।

আমি আশা করবো আপনি আমাদের এই পেজের বিবরণটি থেকে সম্পূর্ণ তথ্য গ্রহণ করেছেন যদি আপনাকে এই পেজটি ভাল লেগে থাকে তাহলে আপনি এই পেইজটি শেয়ার করতে পারেন।

Leave a Comment